scorecardresearch
 

Foriegn Universities In India Fee: ভারতে খুলছে বিদেশি বিদ্যালয়ের শাখা, ফি কত? জানালেন UGC চেয়ারম্যান

দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কবে চালু হবে, ভর্তির প্রক্রিয়া কী হবে, ফি কত হবে, ডিগ্রি কোথা থেকে পাওয়া যাবে? ইত্যাদি। এমন একাধিক প্রশ্ন জেগেছে শিক্ষার্থীদের মনে। যার উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার। 

Advertisement
ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে যা জানালেন UGC চেয়ারম্যান ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়ে যা জানালেন UGC চেয়ারম্যান
হাইলাইটস
  • ভারতে ক্যাম্পাস খুলছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি।
  • ফি কত? জানাল UGC।

ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তার পর থেকে শিক্ষার্থীদের মনে এনিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যেমন- দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কবে চালু হবে, ভর্তির প্রক্রিয়া কী হবে, ফি কত হবে, ডিগ্রি কোথা থেকে পাওয়া যাবে? ইত্যাদি। এমন একাধিক প্রশ্ন জেগেছে শিক্ষার্থীদের মনে। যার উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) চেয়ারম্যান অধ্যাপক এম জগদীশ কুমার। 

জগদীশ কুমার বলেন,'২০২২ সালের মে মাসে দ্বৈত ডিগ্রির ব্যবস্থা চালু হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা একটি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এক বা দুটি সেমিস্টার পড়ার পরে ফিরে আসতে পারেন। সেই ডিগ্রি বৈধ হবে। এই ঘোষণার পর ৫০টিরও বেশি ভারতীয় বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার জন্য আবেদন করেছে। ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকলে এখানকার ছাত্রছাত্রীরাও অনেক উপকৃত হবে। এই ক্যাম্পাসগুলি হবে স্বায়ত্তশাসিত। মূল ক্যাম্পাসের মতোই শিক্ষার মান থাকবে। পাওয়া যাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও।'

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়াশুনো করতে কত টাকা লাগবে? ইউজিসি-র চেয়ারম্যানের কথায়,'আমরা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলিকে ভর্তি প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ বা টিউশন ফি কাঠামোয় সম্পূর্ণ স্বাধীনতা দেব। সেই সঙ্গে থাকবে আংশিক এবং সম্পূর্ণ বৃত্তির সুযোগও। সামাজিক বা অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে। আর্থিক সঙ্গতি নেই এমন শিক্ষার্থীদের সাহায্য করা হবে।'

আরও পড়ুন- ৫০-র পরেও যৌবন, এখন থেকে খান এই ৫ পুষ্টিকর খাবার

তিনি আরও বলেন,'কোনও শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়লে দু'ধরনের খরচ বহন করতে হয়। প্রথমত, টিউশন ফি এবং দ্বিতীয়ত, সেখানে থাকা-খাওয়া এবং যাতায়াতের খরচ। ফলে দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকায় শিক্ষার্থীদের ব্যয় সাশ্রয় হবে। এই বিশ্ববিদ্যালয়গুলির ফি কাঠামো নির্ধারণের স্বাধীনতা থাকলেও তা দেশের ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখেই করতে হবে। অতিরিক্ত ফি নেওয়া হবে না।' 

Advertisement

আরও পড়ুন- পেইনকিলার ক্ষতি করে কিডনি-লিভারের, রান্নাঘরের ৪ জিনিসেই কমে ব্যথা

কোনও বিদেশি বিশ্ববিদ্যালয়ের মাঝ পথে ক্যাম্পাস বন্ধ করে ফিরে যেতে চাইলে শিক্ষার্থীদের কী হবে? ইউজিসি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করবে বলেও আশ্বস্ত করেছেন সংস্থার চেয়ারম্যান। তিনি বলেন,শিক্ষার্থীরা যে বিশ্ববিদ্যালয়েই পড়ুক না কেন তাদের অধিকার রক্ষায় ইউজিসি সবসময় তৈরি।'

কবে বিদেশি বিদ্যালয়গুলি ক্যাম্পাস খুলবে? তিনি বলেন,'উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের বহু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা চলছে। তাদের ক্যাম্পাস নির্মাণ ও শিক্ষক নিয়োগের জন্য ২ বছর সময় দেওয়া হবে। আশা করছি, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি ২ থেকে ৩ বছরের মধ্যে ভারতে ক্যাম্পাস খুলে ফেলবে।'

Advertisement