scorecardresearch
 

Higher Secondary Examination 2022 Eastern Rail : উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা ট্রেনে

Higher Secondary Examination 2022 Eastern Rail: কয়েক দিন পর শুরু হবে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার্থীদের জন্য পূর্ব রেল কিছু কিছু স্টেশনে অতিরিক্ত স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে সে কথা জানিয়েছে তারা।

Advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা ট্রেনে (প্রতীকী ছবি) উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা ট্রেনে (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • কয়েক দিন পর শুরু হবে উচ্চ মাধ্যমিক
  • পরীক্ষার্থীদের জন্য পূর্ব রেল কিছু কিছু স্টেশনে অতিরিক্ত স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে
  • এক বিবৃতিতে সে কথা জানিয়েছে তারা

Higher Secondary Examination 2022 Eastern Rail: কয়েক দিন পর শুরু হবে উচ্চ মাধ্যমিক। পরীক্ষার্থীদের জন্য পূর্ব রেল কিছু কিছু স্টেশনে অতিরিক্ত স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে সে কথা জানিয়েছে তারা।

পূর্ব রেল যা জানাচ্ছে
রেলের তরফ থেকে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য যে ইএমইউ অথবা প্যাসেঞ্জার ট্রেন সকাল 08:00-10:00 এবং বেলা 13:15-15:15 ঘন্টা পর্যন্ত চলছে, সেগুলো অতিরিক্ত স্টেশনে থামবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত।

শিয়ালদা - রানাঘাট সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা, বারাসত - বনগাঁ সেকশনের সংহতি স্টেশনে ট্রেন দাঁড়াবে। 02.04.2022, 04.04.2022, 05.04.2022, 06.04.2022, 08.04.2022, 09.04.2022, 11.04.2022, 13.04.2022, 18.04.2022, 25.04.2022, 26.04.2022 তারিখের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। দেখে নিন-

আরও পড়ুন: Kolkata Metro-য় QR Code দিয়ে কী করে টিকিট মিলবে, জেনে নিন

1. 31819 শিয়ালদহ - কৃষ্ণনগর শহর পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙ্গায় সকাল 08:23, 08:32 ঘন্টা, 08:43 এবং 09:29-এ থামবে। 

2. 31111 শিয়ালদহ – কাটোয়া জগদ্দল এবং কাঁকিনাড়ায় সকাল 08:57 টায় এবং 09:00-এ থামবে। যথাক্রমে।

3. 03140 রানাঘাট – শিয়ালদহ কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় সকাল 08:15, 08:18 এবং 08:28-এ থামবে।

4. 31818 কৃষ্ণনগর সিটি - শিয়ালদহ জগদ্দল এবং পলতায় সকাল 08:24, 08:35-এ থামবে।

5. 31916 গেদে - শিয়ালদহ কাঁকিনাড়া এবং জগদ্দল সকাল 08:56 এবং 09:00-এ থামবে। 

6. 03116 লালগোলা – শিয়ালদহ কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় সকাল 09:08, 09:11 এবং 09:17-এ থামবে।

7. 31520 শান্তিপুর – শিয়ালদহ জগদ্দলে সকাল 09:55-এ থামবে।

8. 33363 বারাসত – বনগাঁ সংহতি হল্টে সকাল 08:57-এ থামবে।

Advertisement

9. 33362 বনগাঁ – বারাসাত সকাল 09:56-এ সংহতি হল্টে থামবে।

10. 03183 শিয়ালদহ - লালগোলা পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙায় বেলা 13:13, 13:22, 13:30 14:16-এ থামবে।

11. 31523 শিয়ালদহ - শান্তিপুর বেলা 13:47-এ জগদ্দলে থামবে।

12. 03193 কলকাতা - লালগোলা পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া বেলা 14:43, 14:52 এবং 14:54-এ থামবে।

13. 31824 কৃষ্ণনগর শহর - শিয়ালদহ 13:23-এ জগদ্দালে থামবে।

14. 03190 লালগোলা - শিয়ালদহ পায়রাডাঙ্গা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় 13:23, 14:11, 14:13 এবং 14:22-এ থামবে। 

15. 03196 লালগোলা – শিয়ালদহ কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় 15:09, 15:11 এবং 15:20-এ থামবে।

16. 31828 কৃষ্ণনগর শহর - শিয়ালদহ পায়রাডাঙ্গা স্টেশনে বেলা 14:51-এ থামবে।

আরও পড়ুন: রেলে গ্রুপ ডি পদে নিয়োগে নতুন নোটিশ, দেখুন এই তথ্য

 

Advertisement