India Post Recruitment 2021 : পোস্ট অফিসে চাকরি, ২৭ বছর বয়সের প্রার্থীরাও আবেদন করতে পারবেন

India Post Recruitment 2021: ভারতীয় ডাক (India Post) বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডাকের সরকারি ওয়েবসাইটে সে ব্য়াপারে তথ্য দেওয়া হয়েছে।

Advertisement
পোস্ট অফিসে চাকরি, ২৭ বছর বয়সের প্রার্থীরাও আবেদন করতে পারবেনডাক বিভাগে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি চাকরি পেল আর কী চাওয়ার থাকতে পারে
  • তেমনই এক সুযোগ তৈরি হয়েছে
  • ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে

India Post Recruitment 2021: সরকারি চাকরি পেল আর কী চাওয়ার থাকতে পারে! তেমনই এক সুযোগ তৈরি হয়েছে। ভারতীয় ডাক (India Post) বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। ডাকের সরকারি ওয়েবসাইটে সে ব্য়াপারে তথ্য দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল (Maharashtra Chief Post Master General) এবং ঝাড়খণ্ডের চিফ পোস্ট মাস্টার জেনারেল (Jharkhand Chief Post Master General) সে ব্যাপারে সরকারি ওয়েবসাইটে indiapost.gov.in সে ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে স্পোর্টস কোটায় নিয়োগ করা হবে।

মহারাষ্ট্রে নিয়োগ
ভারতীয় ডাক (India Post) বিভাগে মহারাষ্ট্রে নিয়োগ (India Post Recruitment 2021)-এর ব্যাপার বিস্তারিত তথ্য রইল। কোন পদ, কত শূন্য পদ, তা রয়েছে।

  • পোস্টাল অ্য়াসিস্ট্যান্ট- ৯৩
  • সর্টিং অ্যাসিস্ট্যান্ট- ০৯
  • পোস্টম্যান- ১১৩
  • মাল্টি-টাস্কিং স্টাফ- ৪২

আরও পড়ুন: রেললাইনে দু'পা হারিয়ে এখন হুইলচেয়ারে ঘুরছে সারমেয় 'হলু', ছবি VIRAL!

ঝাড়খণ্ডে নিয়োগের তথ্য

  • পোস্টাল অ্য়াসিস্ট্যান্ট অথবা সর্টিং অ্যাসিস্ট্যান্ট- ০৬
  • পোস্টম্যান- ০৫
  • মাল্টি-টাস্কিং স্টাফ- ০৮

বয়সের সীমা
পোস্টাল অ্য়াসিস্ট্যান্ট অথবা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে থাকতে হবে। পোস্টম্যান পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। 

অন্যদিকে, মাল্টিটাস্কিং পদের জন্য আবেদকের বয়স হওয়া দরকার ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে। এমনই জানিয়েছে ভারতীয় ডাক (India Post) বিভাগ। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড়ে যে যে নিয়ম রয়েছে, তা পাওয়া যাবে।

মহারাষ্ট্র সার্কেলে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা dopsportsrecruitment.in ওয়েবসাইটি গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার শেষ দিন ২৭ নভেম্বর।

আবার ঝাড়খণ্ডে আবেদন করার জন্য আবেদন আবেদনপত্র পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এই সার্কেলে আবেদন করার শেষ দিন ২৫ নভেম্বর।

মহারাষ্ট্র সার্কেলের সরকারি নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন

ঝাড়খণ্ড সার্কেলের সরকারি নোটিফিকেশন পেতে এখানে ক্লিক করুন

 

POST A COMMENT
Advertisement