Madhyamik Exam 2022 Question Paper : মাধ্যমিক পরীক্ষার আজকের প্রশ্নপত্র, এই ৫ প্রশ্নের উত্তর জানেন?

আজ সোমবার ছিল মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার মোট সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। বাকি ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। চলুন দেখে নেওয়া এদিনের বাংলা পরীক্ষার কিছু প্রশ্ন। 

Advertisement
মাধ্যমিক পরীক্ষার আজকের প্রশ্নপত্র, এই ৫ প্রশ্নের উত্তর জানেন?প্রতীকী ছবি
হাইলাইটস
  • মাধ্যমিক পরীক্ষা শুরু
  • সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা
  • রইল বাংলা পরীক্ষার কিছু প্রশ্ন

শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। আজ সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষার মোট সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। বাকি ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। চলুন দেখে নেওয়া এদিনের বাংলা পরীক্ষার কিছু প্রশ্ন। 

প্রশ্ন - সমাসের মূল অর্থ - 
উত্তর (ক)
- বর্ণের সাথে বর্ণের মিলন
(খ) - নামপদের সঙ্গে ত্রিয়াপদের মিলন
(গ) - একাধিক পদের একটি পদে পরিণতি লাভ
(ঘ) - ক্রিয়াবদের সঙ্গে ক্রিয়াপদের মিলন

প্রশ্ন - মেসি কী খেলাই না খেললো - কী জাতীয় কর্ম?
উত্তর (ক)
- উহ্য কর্ম
(খ) - সমধাতুজ কর্ম
(গ) - কর্মের বীপ্সা
(ঘ) - উপবাক্যীয় কর্ম

প্রশ্ন - বিভক্তি শব্দের অর্থ কী?
উত্তর (ক)
- বিভাজন
(খ) -সংকোচন 
(গ) - প্রসারণ
(ঘ) - সংযোজন 

প্রশ্ন - 'দশানন'-এর সমাস হল -
উত্তর (ক)
- দ্বিগু
(খ) - বহুব্রীহি
(গ) - অব্যয়ীভাব
(ঘ) - কর্মধারয়

প্রশ্ন - পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল - 
উত্তর (ক)
- বহুব্রীহি সমাস
(খ) - অব্যয়ীভাব সমাস
(গ) - তৎপরুষ সমাস 
(ঘ) - নিত্য সমাস

প্রসঙ্গত, এই বছর মোট ৪,১৯৪টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এই বছর পরীক্ষা দিচ্ছে মোট ১১,২৬,৮৬৩ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এবারেই পরীক্ষা দিচ্ছে। গতবছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ হাজার বেশি। পরীক্ষা চলাকালীন মেনে চলা হচ্ছে সমস্ত কোভিড বিধি। পরীক্ষার হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।  

অন্যদিকে, এই বছর নয়া এক নিয়ম জারি করেছে বোর্ড। সেই অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম সওয়া এক ঘণ্টা পর্যন্ত শৌচালয়ে যেতে দেওয়া হচ্ছে না কোনও পরীক্ষার্থীকে। এক্ষেত্রে বোর্ড মনে করছে, মূলত শৌচালয়ে যাওয়ার সময়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয় প্রশ্নপত্র। যদিও বোর্ডের এই নিয়মের বিরোধিতা করছেন অভিভাবকদের একাংশ।

আরও পড়ুনউচ্চমাধ্যমিকের রুটিনে পরিবর্তন, ৪ দিনের পরীক্ষা-সূচি বদল 

Advertisement

 

POST A COMMENT
Advertisement