Advertisement

Madhyamik Result 2025: মাধ্যমিকের রেজাল্ট আর কিছুক্ষণের অপেক্ষা, রইল ডাইরেক্ট লিঙ্ক

Aajtak Bangla | কলকাতা | 02 May 2025, 12:13 PM IST

আজ, ২ মে শুক্রবার, প্রকাশিত হচ্ছেমাধ্যমিক রেজাল্ট ২০২৫। সকাল ৯:৪৫ থেকে অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.in ও wbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া আমাদের পোর্টালেও সরাসরি রেজাল্ট দেখতে পারবেন।

মাধ্যমিক ২০২৫ রেজাল্ট ডাইরেক্ট লিঙ্ক।মাধ্যমিক ২০২৫ রেজাল্ট ডাইরেক্ট লিঙ্ক।

Madhyamik result 2025 website: আজ, ২ মে শুক্রবার, প্রকাশিত হচ্ছেমাধ্যমিক রেজাল্ট ২০২৫। সকাল ৯:৪৫ থেকে অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.in wbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন। আমাদের পোর্টালে সরাসরি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

এই বছর মাধ্যমিকে ৯.৮৪ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে। রেজাল্ট দেখা যাবে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে। সকাল ১০টা থেকে স্কুল ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

কীভাবে দেখবেন Madhyamik Result 2025:
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন

পাশ নম্বর: প্রতি বিষয়ে ও মোট নম্বরে অন্তত ৩৪% পেলে পাশ।

রেজাল্ট, ডাইরেক্ট লিঙ্ক, লগইন প্রসেস, স্কোরকার্ড ডাউনলোড, এবং জেলার ভিত্তিতে রেজাল্ট বিশ্লেষণ জানতে চোখ রাখুন  bangla.aajtak.in-এ আমাদের লাইভ ব্লগে। পেজটি বুকমার্কও করে রাখতে পারেন।

WB Madhyamik Result 2025 Live, একদম দ্রুত ও নির্ভুল, শুধুমাত্র আমাদের পোর্টালে।

11:24 AM(20 days ago)

মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখুন

Posted by :- Soumick Majumdar

Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত। রেজাল্ট দেখতে নিচের লিঙ্কগুলির মধ্যে একটায় ক্লিক করুন। 

10:59 AM(20 days ago)

পাশের হারে এগিয়ে এই ৪ জেলা

Posted by :- Soumick Majumdar

পাশের হারে এগিয়ে ১. পূর্ব মেদিনীপুর ২. কালিম্পং ৩. কলকাতা ৪. পশ্চিম মেদিনীপুর

10:15 AM(20 days ago)

মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখুন

Posted by :- Soumick Majumdar

Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত। রেজাল্ট দেখতে নিচের লিঙ্কগুলির মধ্যে একটায় ক্লিক করুন। 

9:54 AM(20 days ago)

প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার

Posted by :- Soumick Majumdar

মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ পারসেন্ট। 

Advertisement
9:45 AM(20 days ago)

Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত

Posted by :- Soumick Majumdar

Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত। রেজাল্ট দেখতে নিচের লিঙ্কগুলির মধ্যে একটায় ক্লিক করুন। 

9:42 AM(20 days ago)

 ১ থেকে ১০-এর মধ্যে ৬৬ জন

Posted by :- Soumick Majumdar

মাধ্যমিকের মেধা তালিকায় এবার ১ থেকে ১০-এর মধ্যে ৬৬ জন। এমনটাই জানালেন পর্ষদ সভাপতি।

9:24 AM(20 days ago)

মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী

Posted by :- Soumick Majumdar

মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।

9:23 AM(20 days ago)

মাধ্যমিকে ২ জন পরীক্ষার্থী দ্বিতীয় স্থান পেয়েছে

Posted by :- Soumick Majumdar

এবারের মাধ্যমিকে ২ জন পরীক্ষার্থী দ্বিতীয় স্থান পেয়েছে। মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস(৬৯৪)। অপর জন, বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুরেল সৌম্য পাল(৬৯৪)।

9:20 AM(20 days ago)

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার

Posted by :- Soumick Majumdar

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩%)

Advertisement
9:13 AM(20 days ago)

পাশের হার ৮৬.৫৬%

Posted by :- Soumick Majumdar

মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.৫৬%, জানালেন পর্ষদ সভাপতি।

9:12 AM(20 days ago)

পাশের হারে এগিয়ে জেলা

Posted by :- Soumick Majumdar

পাশের হারে এগিয়ে

১. পূর্ব মেদিনীপুর
২. কালিম্পং
৩. কলকাতা
৪. পশ্চিম মেদিনীপুর

9:11 AM(20 days ago)

মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি

Posted by :- Soumick Majumdar

এবার মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি, জানালেন পর্ষদ সভাপতি।

9:05 AM(20 days ago)

সাংবাদিক সম্মেলন শুরু করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

Posted by :- Soumick Majumdar

সাংবাদিক সম্মেলন শুরু করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 

9:00 AM(20 days ago)

মাধ্যমিক রেজাল্ট অনলাইন | Secondary Result 2025 check online

Posted by :- Soumick Majumdar

আমাদের ওয়েবসাইটেই সরাসরি মাধ্যমিকের রেজাল্ট দেখুন এই লিঙ্কে (এখানে ক্লিক করুন)।

Advertisement
8:58 AM(20 days ago)

মাধ্যমিকের রেজাল্ট কখন? | Madhyamik Result 2025 time

Posted by :- Soumick Majumdar

সকাল ৯:৪৫ থেকে অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.inwbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন।

8:57 AM(20 days ago)

মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন? | How to check WBBSE result 2025

Posted by :- Soumick Majumdar

১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন

Advertisement