scorecardresearch
 

NVS Recruitment 2022 : নবোদয় বিদ্যালয়ে ১,৯২৫ পদে চাকরি, আবেদন-শেষ দিন কবে?

NVS Recruitment 2022: এখানে মানে নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) বা এনভিএস (NVS)-এ আবেদন করার শেষ দিন ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ। সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে।

Advertisement
নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-তে নিয়োগ করা হবে (প্রতীকী ছবি) নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-তে নিয়োগ করা হবে (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-তে নিয়োগ করা হবে
  • আগ্রহীদের কাছে থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে
  • সেখানে গ্রুপ এ, বি এবং সি পদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

NVS Recruitment 2022: নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) বা এনভিএস (NVS)-এ নিয়োগ করা হবে। আগ্রহীদের কাছে থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। সেখানে গ্রুপ এ, বি এবং সি পদে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইকো-পার্ক-চিড়িয়াখানা ৩০, জাদুঘর ৫০, বাকি জায়গায় খরচ কেমন?

আরও পড়ুন: বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্য়া, ভিড় সামলাতে এই ব্য়বস্থা

এখানে মানে নবোদয় বিদ্যালয় সমিতি (Navodaya Vidyalaya Samiti) বা এনভিএস (NVS)-এ আবেদন করার শেষ দিন ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ। সরকারি ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেটি হল navodaya.gov.in। বিভিন্ন পদে সেখানে চাকরির সুযোগ রয়েছে। সেখানে ১.৯২৫টি পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: নীল হটপ্যান্ট পরে বুর্জ খলিফায় শ্রীলেখা, ছবি VIRAL

এর মধ্যে রয়েছে-

  • অ্যাসিস্ট্যান্ট কমিশনার - ০৭
  • ফিমেল স্টাফ নার্স - ৮২
  • অ্য়াসিস্ট্যান্ট সেকশন অফিসার - ১০
  • অডিট অ্য়াসিস্ট্যান্ট - ১১
  • জুনিয়র ট্রান্সলেশন অফিসার - ০৪
  • জুনিয়র ইঞ্জিনিয়র - ১
  • স্টেনোগ্রাফার - ২২
  • কম্পিউটার অপারেটর - ৪
  • ক্য়াটারিং অ্য়াসিস্ট্য়ান্ট - ৮৭
  • জুনিয়র সেক্রেটারিয়েট অ্য়াসিস্ট্যান্ট - ৬৩০
  • ইলকট্রিশিয়ান কাম প্লাম্বার - ২৭৩
  • ল্য়াব অ্য়াসিস্ট্যান্ট - ১৪২
  • মাস হেল্পার - ৬২৯
  • মাল্টি টাস্কিং স্টাফ - ২৩

শিক্ষার যোগ্যতা
এক-একটি পদের জন্য এক-এক রকম শিক্ষার যোগ্যতা প্রয়োজন। এ ব্যাপারে বিজ্ঞাপনে বিস্তারিত বলা রয়েছে। প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, আবেদন করার আদে সে ব্য়াপারে খুঁটিয়ে দেখে নিতে।

আরও পড়ুন: রেড ড্রেসে Nora Fatehi যেন লালপরি, সুন্দরীর লুকে ঘায়েল নেটপাড়া

বাছাই করার প্রক্রিয়া
অ্যাসিস্ট্যান্ট কমিশনার, জুনিয়ার ইঞ্জিনিয়র (সিভিল) পদে বাছাই করার জন্য নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি)। এবং তারপর হবে ইন্টারভিউ। 

Advertisement

আরও পড়ুন: ফ্যামিলি ট্রিপে না 'অসুস্থ' স্বামীর, এদিকে বাড়িতে বান্ধবীর সঙ্গে, ধরল CCTV

কোন পদের জন্য আবেদন খরচ কত
অ্যাসিস্ট্যান্ট কমিশনার - ১,৫০০ টাকা
ফিমেল স্টাফ নার্স - ১,২০০ টাকা
ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাস হেল্পার এবং এমটিএস - ৭৫০
অন্যান্য - ১,০০০ টাকা

সরকারি বিজ্ঞপ্তির জন্য এখানে ক্লিক করুন

 

Advertisement