WB High Madrasah Results: এ বছরের মাদ্রাসার ফল প্রকাশিত হবে সোমবার ৩০ মে। ওইদিন হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মাদ্রাসা শিক্ষা পর্ষদ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
অপেক্ষার অবসান
ফলে মাদ্রাসা পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হল বলা চলে। কারণ তাদের ফলাফলের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। কয়েক হাজার পড়ুয়া অপেক্ষায় ছিল কবে পরীক্ষার রেজাল্টের ব্য়াপারে ঘোষণা করা হয়।
ওয়েবসাইটে রেজাল্ট
ওই দিন বেলা দুপুর বারোটার সময় ফল প্রকাশ করবে পর্ষদ। ছাত্র-ছাত্রীরাও ওয়েবসাইট, মোবাইলের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে। তিনটে ওয়েবসাইটে তাদের পরীক্ষার ফল জানতে পারা যাবে। সেগুলো হল- wbbme.org, wbresults.nic.in এবং exametc.com।
আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ
আরও পড়ুন: দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক এসে গেল
আরও পড়ুন: স্কুল খোলার দাবিতে সাইকেলে চেপে প্রচারে নেমেছেন শিক্ষক
মোবাইলেও জানা যাবে
এসএমএসে নিজের ফল জানার জন্য WBBME লিখে স্পেস দিয়ে পাঠাতে হবে ৫৬০৭০ (56070) নম্বরে। সব মোবাইল অপারেটরের জন্যই এক নম্বর। অন্যদিকে, এসএমএস করে ফল জানার জন্য তাদের কোনও খরচ করতে হবে না। সে ব্যবস্থাও রয়েছে।
তবে এ জন্য তাদের একটা কাজ করতে হবে। আর তা হল নিজেদের রোল নম্বর ও মোবাইল আগে থেকে রেজিস্টার করে রাখতে হবে যে ওয়েবসাইটে। সেটা হল- exametc.com।
৯০ হাজারের বেশি পরীক্ষার্থী
চলতি বছরে পরিক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ থেকে। আর পরীক্ষা শেষ হয়েছিল ২১ মার্চ। মানে প্রায় দুমাসের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে। ওইদিন বেলা সাড়ে বারোটা থেকে হাই মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার প্রধানরা পর্ষদের বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট এবং শংসাপত্র গ্রহণ করতে পারবেন। পর্ষদের বিধাননগরের অফিসে থেকে রেজাল্ট প্রকাশিত হবে।
এ বছর ৯০ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। দেখা যাচ্ছে, তিনটি পরীক্ষাতেই গত বছরের থেকে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা বেড়েছে।
এদিকে, মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হয়, সেদিকে তাকিয়ে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, খুব শিগগিরই মাধ্যমিকের ফল প্রকাশ।