
Debdatta Majhi News: শুক্রবার এবারের মাধ্য়মিক পরীক্ষার ফল প্রকাশ (WB Madhyamik results 2023) করেছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের দেবদত্তা মাজি (Debdatta Majhi)। ৬৯৭ পেয়েছেন তিনি। দেবদত্তা কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী। এবার মাধ্য়মিকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন। এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবার পূর্ব মেদিনীপুরে পাশের হার সবচেয়ে বেশি, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন
ভবিষ্যতে যা নিয়ে পড়তে চান দেবদত্তা
মাধ্যমিকে প্রথম হওয়ার খবর জেনে দেবদত্তা আনন্দ চেপে রাখতে পারেননি। যদিও রেজাল্ট ঘোষণার সময় তিনি টিভির পর্দায় চোখ রাখেননি। বাবাই তাঁকে প্রথম হওয়ার খবর জানিয়ে যান। দেবদত্তা জানিয়েছেন যে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান। দেবদত্তা বলেন, 'আমি এরপর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে তাই। আমি আমার মা-বাবা ও পরিবারের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।'
মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন
কতক্ষণ পড়াশোনা করতেন দেবদত্তা?
দেবদত্তা স্কুলে বরাবরই প্রথম হতেন। এবার মাধ্যমিকেই সেটা ধরে রেখেছেন। দেবদত্তা জানিয়েছেন যে তিনি ১০-১২ ঘণ্টার বেশি পড়াশোনা করতেন না। তিনি বলেন, 'সকালে উঠতে দেরি হত। তাই সকালে বেশি পড়তাম না। রাত ১১টা বা সাড়ে ১১টা পর্যন্ত পড়তাম। আমার স্কুলের ও প্রাইভেট টিউটররা খুব সাহায্য করেছেন। আমার মা ফিজিক্যাল সায়েন্স পড়াতেন। বাকি বিষয়ের জন্য প্রাইভেট টিউটর ছিল। সব বিষয়েই টিচার ছিল। আমার মা সবচেয়ে বেশি গাইড ও অনুপ্রাণিত করেছেন। তিনি সবসময় আমার পাশে থেকেছেন। আমার সব বিষয়ই ভাল লাগত। তবে ইতিহাস নিয়ে একটু ভয় খেতাম। স্কুলে প্রথম হতাম। এবারও সেটা করতে পেরেছি। আমি প্রথম হওয়াটা ধরে রাখতে পেরেছি। এটা খুবই আনন্দের।'
আবার পড়া শুরু
দেবদত্তা জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান। উচ্চমাধ্যমিকে সায়েন্স বিভাগে পড়ার জন্য ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে দিয়েছেন।
মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন