আজ, শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণ পর থেকেই রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। পর্ষদের তরফে জানানো হয় গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯,৮৭৭৫। যা এই বছর বেশ খানিকটা কমে হয় ৬,৯৮, ৬২৮। পর্ষদ জানিয়েছিল, মোট ৫টি ধাপের পর রেজাল্ট প্রকাশ করা হবে মে মাসের শেষে। কিন্তু গত ১০ মে একটি টুইটের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই প্রকাশিত হতে চলেছে রেজাল্ট।
রেজাল্ট জানতে ক্লিক করুন- https://bangla.aajtak.in/board-exam-results/wbbse-west-bengal-board-10th-result
শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর দুপুর ১২টা থেকে বেশ কয়েকটি ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। এর মধ্যে রয়েছে পর্ষদের নিজস্ব দু’টি ওয়েবসাইট www.wbbse.wb.gov.in এবং http://wbresults.nic.in। এ ছাড়াও রয়েছে www.exametc.com, www.jagranjosh.com, www.vidyavision.com, www.fasteresult.in ।
রেজাল্ট দেখা যাবে এগ্জামইটিসি, ফাস্টাররেজাল্ট-এর মতো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও। 5676570 নম্বরে WB10-এর পর নিজেদের ক্রমিক নম্বর লিখে মেসেজ করলেও রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা থেকেই বোর্ডের ক্যাম্প অফিস থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।
এবার মাত্র ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যা গতবার ছিল ৭৯ দিন। অনলাইনে ‘আজতক বাংলা’-তেও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন- মাধ্যমিকের মার্কশিট কীভাবে ডাউনলোড? রইল প্রক্রিয়া
শুক্রবার দুপুর ১২টা থেকেই বোর্ডের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। তার পর তা পড়ুয়াদের দেওয়া হবে। তার আগেই ওয়েবসাইটে জেনে যাবেন রেজাল্ট।
কীভাবে রেজাল্ট দেখবেন-
১। প্রথমে যেতে হবে www.wbbse.wb.gov.in বা http://wbresults.nic.in -এ।
২। হোমপেজে থাকা রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। রোল নম্বর, জন্মতারিখের তথ্য দিলেই নম্বর দেখা যাবে।
৪। প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।