LIVE wbresults.nic.in WBCHSE HS 12th Board Result 2022 Updates: উচ্চ মাধ্যমিক ২০২২-এর রেজাল্ট আজ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটের পাশাপাশি bangla.aajtak.in/ -এও দেখতে পারেন মার্কশিট। লিঙ্কে ক্লিক করে রোল নম্বর দিলেই পেয়ে যাবেন রেজাল্ট। ডাউনলোডও করতে পারেন মার্কশিট।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখুন। ঠিক ১২টা থেকে রোলনম্বর দিলেই নীচের লিঙ্কে রেজাল্ট ও মার্কশিট পেয়ে যাবেন।
Embed code Aajtak Bangla (Story body)
প্রথম হয়েছে, অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। ৯৯.৬ শতাংশ, ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে সে। দ্বিতীয় হয়েছে সায়নদীপ সামন্ত, পশ্চিম মেদিনীপুরের। ৪৯৭ পেয়েছে সে। তৃতীয় হয়েছে চার জন। ৪৯৬ পেয়েছে রোহিত সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। কলকাতা, হুগলি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরের ছাত্র তারা। চতুর্থ হয়েছে আট জন, ৪৯৫ পেয়ে। তারা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, হুগলির পড়ুয়া তারা।পঞ্চম হয়েছে ১১ জন, ৪৯৪ পেয়ে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহারের পড়ুয়া তারা।ষষ্ঠ হয়েছে ৩২ জন, ৪৯৩ পেয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলা থেকে এসেছে তারা।সপ্তম ৩৭ জন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ইত্যাদি জেলার পড়ুয়া তারা।অষ্টম ৫৫ জন। কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, মালদহ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি জেলার পড়ুয়া তারা। নবম ৫৪ জন, ৪৯০ পেয়েছে।
সাত জেলায় পাশের হার সবচেয়ে বিশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।
প্রথম দশে রয়েছেন ২৭২ জন। ১৪৪ জন ছেলে ও ১২৮ জন মেয়ে প্রথম দশে। প্রথম হয়েছেন উচ্চ মাধ্যমিকে অদিশা দেবশর্মা, কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল। ৪৯৮ পেয়েছেন। ৯৯.০৬ শতাংশ পেয়েছেন অদিশা। সায়নদীপ সামন্ত দ্বিতীয় হয়েছেন। ৪৯৭ পেয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ। তৃতীয় স্থানে ৪ জনই ৪৯৬ পেয়ে তৃতীয় হয়েছেন। কলকাতার পাঠভবন স্কুলের রোহিন সেন, অভীক দাশ কাটোয়া কাশীরাম দাস ইন্সস্টিটিউশন, পরিচয় পারি পশ্চিম মেদিনীপুরের। ৪৯৫ নম্বর পেয়ে ৮ জন চতুর্থ হয়েছেন।
৪ লক্ষ ৯৭ হাজারের বেশি ফার্স্ট ডিভিশন পেলেন উচ্চ মাধ্যমিকে। ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।
৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৫ জন পরীক্ষা দিয়েছেন এ বছর উচ্চ মাধ্যমিক। ৬ লক্ষ ৫৬ হাজার ৮৭৫ জন পাশ করেছেন। ৮৮.৪৪ শতাংশ পাশ করলেন উচ্চ মাধ্যমিক।
এ বছর উচ্চ মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ বেশি। জানালেন সংসদ সভাপতি।
সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানাচ্ছেন শিক্ষা সংসদ সভাপতি।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করছে শিক্ষা সংসদ। ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে। সংসদ সভাপতি জানালেন, এটা রেকর্ড সময়ে ফল প্রকাশ করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের।
সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in তে জানা যাবে ফল। এছাড়াও bangla.aajtak.in/-এও ফল জানতে পারবেন। www.exametc.com, www.results.shikkha ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা তাদের নম্বর জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। WBCHSE Results 2022 অ্যাপের মাধ্যমে জানা যাবে ফলাফল।
১২টা থেকে আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ক্লিক করুন এই লিঙ্ক
এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (WB HS Results 2022) করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এই বছর প্রথমবার পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়। চলতি বছরের ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলে পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন। এই বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপ, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফল জানা যাবে বলে জানানো হয়।
আজ উচ্চ মাধ্যমিক ২০২২-এর রেজাল্ট। বেলা ১১টায় সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট ঘোষণা করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর ১২টা থেকে https://bangla.aajtak.in/ সাইটে রেজাল্ট দেখতে পারেন ছাত্রছাত্রীরা। রোল নম্বর দিলেই চলে আসবে মার্কশিট।