বাংলা সহ ৫ রাজ্যে কেমন হল ভোট? জেনে নিন বিস্তারিত

মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ ছিল বাংলায়। মোটের ওপর শান্তিতেই হয়েছে মিটেছে ভোটপর্ব। এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন। এখনও বাকি আরও ৫ দফার ভোট। এদিন পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট ছিল আরও ৩ রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে। সব মিলিয়ে ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছে।

Advertisement
বাংলা সহ ৫ রাজ্যে কেমন হল ভোট? জেনে নিন বিস্তারিত৫ রাজ্যেই ভোট শান্তিতে বলছে কমিশন
হাইলাইটস
  • বাংলায় এখনও বাকি ৫ দফার ভোট
  • কিন্তু নির্বাচন পর্ব মিটে গেল বাকি ৪ রাজ্যে
  • ৫ রাজ্যেই ভোট শান্তিতে বলছে কমিশন

মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ ছিল বাংলায়। মোটের ওপর শান্তিতেই হয়েছে মিটেছে ভোটপর্ব। এমনটাই দাবি করছে নির্বাচন কমিশন। এখনও বাকি আরও ৫ দফার ভোট। এদিন পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট ছিল আরও ৩ রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে। সব মিলিয়ে ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হিংসার খবর পাওয়া গেলেও  সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলেই মত কমিশনের।

মমতা চাইলেন মুসলিম ভোট! ইশারায় মোদীর মাস্টারস্ট্রোক

পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির  মোট ৪৭৫ টি আসনে ভোট গ্রহণ হয়েছে এদি। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায়  একদিনেই  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৪০ আসনের কের এবং ৩০ আসনের পুদুচেরির ক্ষেত্রেও একদিনেই মিটিয়ে দেওয়া হল ভোটপর্ব। অসমে ছিল তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ। 

ফের কড়া কমিশন, অপসারিত কলকাতার ৮ রিটার্নিং অফিসার

শেষ পাওয়া খবরে সন্ধে সাতটা পর্যন্ত  পশ্চিমবঙ্গে  ভোট পড়েছে ৭৭.৬৮ শতাংশ, অসমে ৮২.২৯ শতাংশ। কেরলে ৭০.০৪ শতাংশ, পুদুচেরিতে ৭৮.১৩ শতাংশ এবং তামিলনাড়ুতে ৬৫.১১ শতাংশ। বাংলা ছাড়া বাকি ৪ রাজ্যে ভোটপর্ব কেমন হল চলুন দেখে নেওয়া যাক।

কেরল
কেরালায় ভোটগ্রহণের সময় তিরুবনন্তপুরম গ্রামীণ এলাকায়  সিপিআই (এম) এবং বিজেপি কর্মীদের মধ্যে  সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। বিজেপি অভিযোগ তাদের এক এজেন্টের ওপর  সিপিএমের পক্ষ থেকে হামলা চালান হয়। এজন্য একটি মামলাও দায়ের করা হয়েছে।

অন্যদিকে, সিপিআইএমের  অভিযোগ তাদের এক নেতার ওপর বিজেপি শিবির আক্রমণ চালিয়েছে। সেই সময় ওই নেতা বাড়ির ভেতরে ছিলেন।  বিজেপি কর্মীরা গাড়িটি ভাংচুর করে।  পুলিশ এই হিংসার ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করেছে।

তামিলনাড়ু
তামিলনাড়ুতেও  রাজনৈতিক দলগুলির একে অপরের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রয়েছে। এআইএডিএমকে পক্ষে ডিএমকে নেতা উদয়নিধির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা  হয়েছে। অভিযোগে বলা হয়েছে উদয়নানিধি ভোটের সময় তাঁর দলের ব্যাজ লাগিয়ে রেখেছিলেন। এদিকে ডিএমকের অভিযোগ  বিজেপি প্রার্থী খুশবু সুন্দর তার গাড়িতে বিজেপির পতাকা লাগিয়ে ভোট দিতে গিয়েছিলেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট দেওয়ার সময় প্রার্থীদের তাদের গাড়িতে পার্টির পতাকা লাগানোর অনুমতি নেই। তাই  খুশবু বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।

Advertisement

অসম
গত দু'দফার ভোটে অসমে ভোটকেন্দ্রের বাইকে বিশাল লাইন লক্ষ্য করা গেছে। তৃতীয় দফাতেও সেই চিত্র বর্তমান। উত্তর পূর্বের এই রাজ্যে ভোট পড়েছে  ৮২.২৯ শতাংশ।

তৃতীয় পর্বের ভোটগ্রহণের সাথে সাথে অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে নির্বাচন শেষ হয়েছে। এখনও পাঁচ দফার নির্বাচন বাকি রয়েছে কেবল বাংলায়। পাঁচটি রাজ্যের ফলাফল ঘোষণা হবে আগামী  ২২ শে মে।

 

POST A COMMENT
Advertisement