জুডাসের সঙ্গে বামেদের তুলনা, মোদী আনলেন প্রতারণার অভিযোগ

কেরলে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাম ও কংগ্রেস। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর নিশানাতে এসেছে এই দুই শিবির। মোদী দাবি করেন, বাম ও কংগ্রেসের মধ্যে ম্যাচ ফিক্সিং রয়েছে।

Advertisement
জুডাসের সঙ্গে বামেদের তুলনা, প্রতারণার অভিযোগ মোদীরNarendra modi
হাইলাইটস
  • বাংলার মত কেরলও বিধানসভা ভোট
  • প্রচারে গিয়ে মোদীর নিশানায় বাম-কংগ্রেস
  • ম্যাচ ফিক্সিং চলছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলার মতো করলেও বিধানসভা ভোটের দামামা বেজেছে। তারই নির্বাচনী প্রচারে কেরলের পলক্কড়ে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন মেট্রোম্যান ই শ্রীধরণ। দক্ষিণের এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে মেট্রোম্যান শ্রীধরণকেই মুখ্যমন্ত্রী করতে পারে গেরুয়া শিবির। কেরলে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাম ও কংগ্রেস। স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রীর নিশানাতে এসেছে এই দুই শিবির। মোদী দাবি করেন, বাম  ও কংগ্রেসের মধ্যে ম্যাচ ফিক্সিং রয়েছে, নির্বাচনে প্রচার পেতেই কেরলে একে অপরের উপর হামলা চালায়। 

বাংলায় একে অপরের সঙ্গে জোট করে লড়ছে বাম-কংগ্রেস। এদিকে বামেদের নেতৃত্বাধীন LDF এবং কংগ্রেসের নেতৃত্বাধীন UDF কেরলে প্রধান প্রতিপক্ষ। এই বিষয়টিকেই কটাক্ষ করে মোদী বলেন, 'UDF তো দুর্নীতির সঙ্গে এতটাই যুক্ত যে সূর্যের কিরণকেও ছাড়েনি। আর  LDF সম্পর্কে বলতে গেলে জুডাসের কথা মনে পড়ে,  কিছু রুপোর টুকরোর জন্য প্রভু যীশুর সঙ্গে  প্রতারণা করেছিল, আর LDF কিছু সোনার জন্য কেরলবাসীর সঙ্গে একই কাজ করেছে। '

দক্ষিণে গিয়েও বাংলার চিন্তা , শোভা মজুমদারের মৃত্যু নিয়ে সরব Modi

জুডাসের বিশ্বাসঘাতকতার পরেই যিশু খ্রীষ্টকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। পৌরাণিক গল্পে রয়েছে, জুডাস কিছু রৌপ্য মুদ্রার জন্য যিশুকে ধরিয়ে দিয়েছিলেন। যিশুর মৃত্যুর পর নিজের কৃতকর্মের জন্য আফসোস হয়েছিল তার। 

'এখানে লোক শিক্ষিত, তাই ভোট পাই না,' কেরলে বেফাঁস BJP নেতা

নির্বাচনী প্রচারে পলক্কড়ে এসে এই এলাকার সঙ্গে বিজেপির পুরনো সম্পর্কের কথাও মনে করিয়ে দেন মোদী। তিনি দাবি করেন, কেরলে এবার পরিবর্তন আসছে, কারণ প্রমবার ভোট দিতে চলা যুবসমাজ  LDF-UDF জোটের থেকে এবার মুখ ফিরিয়ে নেবে। মোদী অভিযোগ করেন দুই জোটের মধ্যে ম্যাচ ফিক্সিং রয়েছে। সেই কারণে পাঁচ বছর এক পক্ষ রাজ্যকে শোষন করে, পরের পাঁচ বছর অপর পক্ষ সেই পন্থা নেয়।  প্রধানমন্ত্রীর বক্তব্য, বাম ও কংগ্রেস আসলে একই, ইউপিএ-তে একসঙ্গে ছিল, নির্বাচনের করাণে আলাদা হয়েছে।  প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন রাজনীতিকে  দুর্বৃত্তকরণ, জাতপাত, অপরাধ, পরিবারতন্ত্র নষ্ট হয়ে গেছে। কেরালায় ইউডিএফ এবং এলডিএফ উভয়ই  ভোটব্যাঙ্কের রাজনীতি করে।

Advertisement

মেট্রো ম্যানের প্রশংসায় মোদী
জনসভায় মোদী বলেন, কেরলের বিকাশই বিজেপির লক্ষ্য, সেই কারণে যারা উন্নয়নে বিশ্বাসী তাঁরা বিজেপির সঙ্গে রয়েছে। এরপরেই মেট্রো ম্যান ই শ্রীধরণের প্রশংসা শোনা যায় মোদীর গলায়। তিনি বলেন, রাজনীতিতে কিছু লোক ক্ষমতার আশা করে আসে। কিন্তু মেট্রো ম্যান ই শ্রীধরণ সারা জীবন দেশের সেবা করেছেন। আর এখন তিনি কেরলের সেবা করতে চান।  মোদীর বক্তব্য, ই শ্রীধরণ সবার কাছে আদর্শ, আরে বিজেপি তাঁকে এই রাজ্যে উন্নয়ন করার সুযোগ করে দেবে। 


 

POST A COMMENT
Advertisement