scorecardresearch
 

Babun Banerjee: ভোটার লিস্টে নাম 'ডিলিট' বাবুনের! ভোটই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর 'বিদ্রোহী' ভাই

লোকসভা নির্বাচনে ভোটই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুরু হয়েছিল তুমুল শোরগোল। আর সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে 'ধাক্কা' খেলেন বাবুন। জানলেন, তাঁর নামটাই নাকি মুছে গিয়েছে!

Advertisement
ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে বলে দাবি স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে বলে দাবি স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের
হাইলাইটস
  • লোকসভা নির্বাচনে ভোটই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।
  • মাসখানেক আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
  • সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে 'ধাক্কা' খেলেন বাবুন। জানলেন, তাঁর নামটাই নাকি মুছে গিয়েছে!

লোকসভা নির্বাচনে ভোটই দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। মাসখানেক আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুরু হয়েছিল তুমুল শোরগোল। আর সোমবার হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে 'ধাক্কা' খেলেন বাবুন। জানলেন, তাঁর নামটাই নাকি মুছে গিয়েছে!

স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের দাবি, আগে থেকে কিছুই জানতেন না। মধ্য হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের বুথে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়েই জানতে পারেন। দেখেন, তাঁর নামের ওপর লেখা 'ডিলিটেড'। 

বাবুন বন্দ্যোপাধ্যায়ের দাবি, ২০২২ সাল থেকে এই কেন্দ্রের ভোটার তিনি। কী কারণে তাঁর নাম এভাবে 'ডিলিট' হয়ে গেল বুঝতে পারছেন না তিনি। সংবাদমাধ্যমকে বলেন, 'আমার মাথায় ঢুকছে না যে কী হল। ২২ সালে ভোটার হয়েছি। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া তো অধিকার। কেন এমন হল, আমি জানতে চাইছি।' তিনি আরও বলেন, 'হাওড়ার ভোটারদের জন্য আমার খারাপ লাগছে। নাগরিক হিসেবে আমার ভোট দেওয়াটা জরুরি ছিল।'

আরও পড়ুন

ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অনলাইনে এই বিষয়ে জানিয়ে চিঠি দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, হাওড়ার SDO-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। 

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। নির্দল হয়ে লড়বেন বলেও জানান সংবাদমাধ্যমকে। এরপর পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে দেন, যে ভাই বাবুনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। তারপর বাবুন মত পাল্টিয়ে বলেন, 'সারাজীবন দিদিমণির সঙ্গেই থাকব।'

Advertisement