Baharampur আসনে ভোটগণনা 9 ঘণ্টা কেটে গিয়েছে, জানুন তাজা আপডেট
Posted by :- Bangla Aajtak
যেখানে ভোটগণনা শুরু হওয়ার পর 9 ঘণ্টা কেটে গিয়েছে. Baharampur লোকসভা আসনে কে ক্ষমতায় আসতে চলেছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে. পরিসংখ্যান অনুযায়ী, AITC প্রার্থী Yusuf Pathan সবচেয়ে বেশি এগিয়ে. সেখানে INC প্রার্থী Adhir Ranjan Chowdhury দ্বিতীয় নম্বরে রয়েছেন. দুজনের মধ্যে 40159 ভোটের ব্যবধান. গণনা যত এগোবে, পরিসংখ্যান বদলে যেতেই পারে।