Police Change: পুরুলিয়ার পুলিশ সুপার-কাঁথির এসডিপিও-কে সরাল কমিশন, ভোটে ডিউটি নয়

পঞ্চম দফা ভোটের আগেই রাজ্য পুলিশে আবারও বদল। এবার পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এছাড়াও ভূপতিনগর, পটাশপুরের ওসি এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
পুরুলিয়ার পুলিশ সুপার-কাঁথির এসডিপিও-কে সরাল কমিশন, ভোটে ডিউটি নয়Police Change
হাইলাইটস
  • পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন
  • ভূপতিনগর, পটাশপুরের ওসি এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়েছে

পঞ্চম দফা ভোটের আগেই রাজ্য পুলিশে আবারও বদল। এবার পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এছাড়াও ভূপতিনগর, পটাশপুরের ওসি এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না তাঁদের।

রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল পুরুলিয়ায়। সেই সভার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরাল নির্বাচন কমিশন। এর আগে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ছিলেন তিনি। সেই সময়ও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজ কুণ্ডুকে সরানোর নির্দেশ কমিশনের। এছাড়াও কাঁথিরএসডিপিও দিবাকর দাসকেও সরানো হয়েছে।

এদের জায়গায় কাদের নিয়োগ করা হবে, সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।  নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০ মে সোমবার সকাল ১০টার মধ্যে ৩ থেকে ৪ জনের একটি প্যানেল কমিশনে জমা দিতে হবে। আগামী ২৫ মে কাঁথি এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে মালদার হবিবপুর থানার আইসি এবং মুর্শিদাবাদের রানিতলা থানার ওসিকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। 

POST A COMMENT
Advertisement