বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ-সহ একাধিক তৃণমূল নেতার নাম নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা দুর্নীতির কারণেই পিছিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন, 'এই অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, তাপস পালেরা চাকরি দেওয়ার কেসে, গরু পাচার কেসে, কয়লা কেসে জেলে গিয়েছে। আপনারা কি একসঙ্গে ৫০ কোটি টাকা দেখেছেন? এদের এক মন্ত্রীর কাছ থেকে ৫০ কোটি টাকা বেরিয়েছে। মমতাদিদি এই ৫০ কোটি টাকা কার? আপনাদের টাকা লুট করে মমতাদিদি মন্ত্রীদের দিয়ে দেওয়ার কাজ করেছেন। ওদের জেলে ঢোকানো উচিত কি উচিত নয়? মমতাদিদি বলে ওদের কেন জেলে ঢোকানো হবে। আমি বলি, মমতাদিদি এই তো শুরু। নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি, রেশন দুর্নীতি, পুর দুর্নীতি, গরু পাচার দুর্নীতিতে জড়িতদের সবাইকে জেলে যাওয়ার জন্য তৈরি হতে হবে।