Advertisement

Adhir Ranjan Chowdhury: অশান্তির মধ্যে যখন থাপ্পড় মারলেন অধীর, বললেন, 'চুল্লুখোর,' VIDEO

ভোট প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। গো ব্যাক স্লোগান দেওয়ায় মেজাজ হারিয়ে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে বহরমপুরের গান্ধী কলোনি এলাকায়। জানা গিয়েছে, শনিবার বহরমপুরের গান্ধী কলোনি থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত এলাকায় প্রচার করছিলেন অধীর। অভিযোগ, সেই সময় কয়েক জন যুবক অধীরকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেন। যা শুনে মেজাজ হারান অধীর। সেই সময়ই এক যুবককে চড় কষান বলে অধীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন অধীর।

Advertisement
POST A COMMENT