Advertisement

Dilip Ghosh: 'দোকান বন্ধ হয়ে যাচ্ছে, বিক্ষোভ ছাড়া আর কী দেখাবে', দুর্গাপুরে 'গো ব্যাক'এর পাল্টা দিলীপের

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে 'গো- ব্যাক' ধ্বনি এবং সঙ্গে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন কয়েকজন মহিলা। এরপরই বিজেপি-তৃণমূল কর্মীদের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে। সোমবার সকালে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে যোগদান করেন বিজেপি নেতা। হঠাৎই সেই সময় বেশ কয়েকজন মহিলা এসে 'দিলীপ ঘোষ দূর হঠো' ও 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। দিলীপ ঘোষের দাবি, "তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূলের কয়েকজন মহিলা সেই জন্য এসেছিল ঝামেলা করতে। এই করবে আর কিছু করতে পারবে না। ওরা গন্ডগোল করতে এসেছিল। এতো লোক এসেছেন আমার সঙ্গে দেখা করতে। কেন কথা বলতে যাব? ফালতু লোকেদের সঙ্গে কথা বলি না।"

Advertisement
POST A COMMENT