scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: 'বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না', হুঙ্কার মমতার

Mamata Banerjee: 'বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না', হুঙ্কার মমতার

দেশজুড়ে ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। মতুয়াদের প্রধান দাবি ছিল নাগরিকত্ব অধিকার এবং শরণার্থীদের পুনর্বাসন। দেশ জুড়ে নাগরিকত্ব আইন চালু হতেই উৎসবে মাতেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঠাকুর বাড়িতে ঢোল, কাসর, করতাল নিয়ে তারা উৎসবে মাতেন। তবে এই নিয়ে এদিন মতুয়া সম্প্রদায়কে সতর্ক করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এটা ভাওতা, ২-৩টে সিটে জেতার জন্য সিএএ ইস্যুকে সামনে আনা হচ্ছে। হাবড়ায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘‘ সিএএ বিজেপির লুডো খেলার ছক্কা। আবেদন করার পর এনআরসি করা হবে। ডিটেনশেন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আমি বা্ংলা থেকে তা করতে দেব না।

Advertisement