Advertisement

Kaustav Bagchi: ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী? শুনে আইনজীবী নেতা বললেন,'লড়াই দিতে প্রস্তুত'

ডায়মন্ড হারবারে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন কৌস্তভ বাগচী। এমনটাই জল্পনা রাজ্য রাজনীতিতে। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই আইনজীবী নেতা। বাংলা ডট আজতক ডট ইন-কে কৌস্তভ জানালেন, দল ডায়মন্ড হারবারে প্রার্থী করলে তিনি লড়াই করতে প্রস্তুত।

Advertisement
POST A COMMENT