Advertisement

Agnimitra Paul: ভোট প্রচারে মাঝে খড়গপুর রাম মন্দিরে প্রার্থনা বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার

লোকসভা নির্বাচনে মেদিনীপুরের কেন্দের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল খড়গপুরের রাম মন্দিরে প্রার্থনা করেন। প্রচারের ফাঁকে রাম মন্দিরে যান তিনি। আরতি করেন নিজে হাতে। পুজো দেন, পবনপুত্র হনুমানের গলায় মালা পরিয়ে দেন তিনি।

Advertisement
POST A COMMENT