Advertisement

Voters Awareness: হট এয়ার বেলুনে 'ভোটার সচেতনতা কর্মসূচি' নির্বাচন কমিশনের

লোকসভা নির্বাচন চলছে। সারা দেশে সাত দফায় ভোট প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে দুই দফায় ভোট হয়ে গেছে। বাকি রয়েছে আরও পাঁচ দফা। নির্বাচন কমিশন ভোটারদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। কর্ণাটকের হট এয়ার বেলুন ব্যবহার করে বেলাগাভিতে ভোটার সচেতনতা কর্মসূচি' পালন করা হয়।

Advertisement
POST A COMMENT