মনোনয়ন জমা দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। শুক্রবার গড়িয়া থেকে টালিগঞ্জ পর্যন্ত পদযাত্রা করেন তিনি। শুক্রবার সকাল থেকেই যাদবপুরের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে প্রচার করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন প্রচারের মাঝে রেলমন্ত্রী বলেন, গোটা বাংলা নরেন্দ্র মোদীকে সমর্থন করছে। এখানকার জনগণ চায় প্রধানমন্ত্রীর আসনে আবার মোদীকেই দেখতে চায়।