Advertisement

Amit Shah on Bhoopatinagar Attack: ভূপতিনগর বিস্ফোরণে 'দোষীদের উলটো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে', হুঁশিয়ারি শাহর

বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটে আসেন অমিত শাহ। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড নিয়ে তিনি বলেন, ২০২২ সালে ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। NIA কে তদন্ত করতে দেয় হাইকোর্ট। অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের রক্ষা করার চেষ্টা করছে। তিনি বলেন, দোষীদের উলটো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।

Advertisement
POST A COMMENT