Advertisement

TMC Manifesto 10 Promises: বিনামূল্যে গ্যাস-দুয়ারে রেশন, তৃণমূলের নির্বাচনী ইশতেহার'দিদির ১০ শপথ'

শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। তার আগে বুধবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বঞ্চনাকে হাতিয়ার করেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার সাজানো হয়েছে। তৃণমূলের এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে 'দিদির ১০ শপথ', যেখানে দৈনিক নূন্যতম মজুরি বৃদ্ধি থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান, দুয়ারে রেশন, সবকিছুই রাখা হয়েছে।

Advertisement
POST A COMMENT