Advertisement

Nitish Kumar: বিহারের সব কাজও হয়ে যাবে...আমরা সবাই আপনার সঙ্গে আছি: নীতীশ কুমার

জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার বললেন, 'আমাদের পার্টি নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানাচ্ছি। ১০ বছর ধরে ইনি প্রধানমন্ত্রী। আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমার ভরসা, যা কিছু বাকি আজ আছে, সেই সব কাজ সমাপ্ত করবেন। আমরা সর্বদা নরেন্দ্র মোদীর সঙ্গে আছি। আমি জানি, যারা এবারে কিছু কিছু জিতেছে, তারা আগামীবার হেরে যাবে। এত ভাল কাজ করুন, যাতে পরের বার ওরা হেরে যায়। বিহারের সব কাজও হয়ে যাবে। যা কিছু বাকি আছে। আমরা সবাই আপনার সঙ্গে আছি। কেউ যদি এদিক ওদিক করতে চায়, তাতে কিছু লাভ হবে না।'

TAGS:
    Advertisement
    POST A COMMENT