scorecardresearch
 
Advertisement

Lok Sabha Elections 2024: ৫-৬ টা আসন পাবে কি না ঠিক নেই, ৩০-এর স্বপ্ন দেখছে; বিজেপি-কে কটাক্ষ চন্দ্রিমার

Lok Sabha Elections 2024: ৫-৬ টা আসন পাবে কি না ঠিক নেই, ৩০-এর স্বপ্ন দেখছে; বিজেপি-কে কটাক্ষ চন্দ্রিমার

‘এবার বাংলায় বিজেপির আসনে ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে’, বালুরঘাটের সভা থেকে টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তা নিয়ে ময়দানে নামল তৃণমূল। এদিন তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অমিত শাহ যা বলেছেন তা দিশাহীন-ভিত্তিহীন। আমরা দায়িত্বের সঙ্গে বলছি আজই যদি রাজ্যে ভোট হয় তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫টি আসন পাবে। বিজেপি বলে কিছু নেই। তাদের কর্মী নেই, সংগঠন নেই।” পাশাপাশি অপর তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “আগেরবার এসে ৩৫ টা চেয়েছিলেন, এখন নেমে এসেছে ৩০-এ। ৫-৬ টা পাবে কিনা তার ঠিক নেই ৩০-এর স্বপ্ন।”

Advertisement