scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: 'টিচারের চাকরি কী তার মানে আর হবে না', আউশগ্রামের প্রচারে প্রশ্ন মমতার

Mamata Banerjee: 'টিচারের চাকরি কী তার মানে আর হবে না', আউশগ্রামের প্রচারে প্রশ্ন মমতার

'এই ২৬ হাজার ছেলেমেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে?' বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট সম্প্রতি SSC-র ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল করে। তার বিরুদ্ধেই এদিন সরব হন মুখ্যমন্ত্রী। 'মানি না' বলে 'জাজমেন্টে'র তীব্র সমালোচনা করলেন তিনি।

Advertisement