
এদিন ভবানীপুরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শআহ। সঙ্গী ছিলেন রুদ্রনীল ঘোষ। যিনি ভবানীপুরের বিজেপি প্রার্থী। এদিন গোটা এলাকা ঘুরে সবার সঙ্গে কথা বলেন শাহ। সেই সঙ্গে তিনি মধ্যাহ্নভোজনও সারেন সেখানে। (সব ছবি-অমিত শাহের ট্যুইটার)

অমিত শাহ ট্যুইটারে লেখেন, ভবানীপুরের জনগণের সাথে সাক্ষাৎ করলাম এবং সমৃদ্ধ বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তাদের আহ্বান জানালাম। আমি তাদের অপার স্নেহ এবং সমর্থন পেয়ে অভিভূত।আজকের বাড়ি বাড়ি প্রচার কর্মসূচির কিছু অভূতপূর্ব দৃশ্য দেখুন।

২০১১ সাল থেকে ভবানীপুর ছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। কিন্তু এবছর মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন নন্দীগ্রাম থেকে। এই আসনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থীর অভিনেতা রুদ্রনীল ঘোষ।

এদিন বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান শাহ। কথা বলেন এলাকার বাসিন্দাদের সঙ্গে।

আচমকা স্বরাষ্ট্রমন্ত্রীকে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকে কাছে গিয়ে কথা বলেন অমিত শাহের সঙ্গে।

অমিত শাহের জন্য গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিরাপত্তা প্রচুর বাড়ানো হয়।

এদিন সাংবাদিক বৈঠক বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার তীব্র নিন্দা করেন শাহ। তিনি বলেন, "দিলীপ ঘোষের ওপরে হামলা প্রসঙ্গে তৃণমূলের কোনও নেতা মন্তব্য করেননি। তার মানে তাঁরা এই ধরনের কাজ করার জন্য মৌনভাবে ইশারা দিচ্ছেন।"

পাশাপাশি মুসলিম ভোট ভাগ না করার আবেদন জানিয়ে মমতার যে মন্তব্য, তারও সমালোচনা করেন শাহ।

অমিত শাহ বলেন, "মুসলিম ভোট তৃণমূলের থেকে সরে গিয়েছে।" এরপরেই মমতাকে বিঁধে শাহ বলেন, "দিদি বাংলার মানুষ আপনার বিরুদ্ধে, কারণ এখানে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। আপনি নাগরিকত্বের বিরোধিতা করছেন, আর বাংলার মানুষ তুষ্টিকরণের বিরোধিতা করছেন।"

মমতাকে কমিশনের নোটিশ প্রসঙ্গেও এদিন মুখ খোলেন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে কমিশনের নোটিশ পাঠানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে শাহ বলেন, "দু'জনেরই জবাব দেওয়া উচিত, যতদূর জানি শুভেন্দুবাবু জবাব দিচেছন।"

অন্যদিকে অমিত শাহ বলেন, "সোনার বাংলার সূচনা হবে কলকাতা থেকে। সিটি অফ জয় আগামিদিনে সিটি অফ ফিউচার হবে।" একইসঙ্গে বাংলায় সরকার গঠনের ১ সপ্তাহের মধ্যে চাষীদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন অমিত শাহ।