প্রচারে আক্রান্ত, দিন্দাকে তড়িঘড়ি Y প্লাস ক্যাটিগরির নিরাপত্তা

গত ১১ মার্চ প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন জমা দেন দিন্দা। সোমবার তাঁর হয়ে ময়নায় প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোটা জেলা প্রশাসনের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। প্রচারে বেরিয়ে দিন্দা আক্রান্ত হওয়ায় তাঁদের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ফের একবার বলার সুযোগ পেয়ে গেল বিজেপি।

Advertisement
প্রচারে আক্রান্ত,  দিন্দাকে তড়িঘড়ি Y প্লাস ক্যাটিগরির নিরাপত্তাসোমবার প্রচারের শেষ দিন বাড়ি ফেরার সময় আক্রান্ত হন অশোক দিন্দা
হাইলাইটস
  • এবার ময়না থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অশোক দিন্দা
  • সোমবার প্রচারের শেষ দিন বাড়ি ফেরার সময় আক্রান্ত হন তিনি
  • এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বেড়ে গেল অশোক দিন্দার নিরাপত্তা


দ্বিতীয়দফার ভোটে তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম অশোক দিন্দা। বৃহস্পতিবার তাঁর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। ময়না থেকে এবার প্রাক্তন ক্রিকেটার দিন্দাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। কিন্তু সোমবার প্রচারের একেবারে শেষ লগ্নে ময়নায় রোড শো করে ফিরতে গিয়ে আক্রান্ত হন দিন্দা। অভিযোগ তাঁকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় তৃণমূলের মিছিল থেকে। এই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটেনি। ময়নার বিজেপি প্রার্থীর নিরাপত্তা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এখন থেকে অশোক দিন্দাকে Y প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হবে।

হঠাত্‍ মালদার ৩ কেন্দ্রে প্রার্থী মতুয়াদের! অস্বস্তিতে বিজেপি

 

এবার পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা৷ গত ২৪ ফেব্রুয়ারি হুগলির ডানলপ মাঠে তৃণমূলে যোগ দিয়েছিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। সেদিনই শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া পতাকা হাতে নেন দিন্দা। ভোটে তাঁকে প্রার্থীও করেছে বিজেপি। দিন্দার দাবি,  মঙ্গলবার দুপুরে প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন৷ সেই সময় স্থানীয় একটি বাজার দিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহানের রোড শো যাচ্ছিল৷ তৃণমূলের মিছিল দেখে তাঁর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়৷ তা সত্ত্বেও বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। দিন্দার গাড়ির কাচ ভেঙে যায়। প্রাক্তন ক্রিকেটারের  ঘাড়ে আঘাত লাগে৷ কোনওক্রমে গাড়ির সিটের নীচে ঢুকে আত্মরক্ষা করেন দিন্দা৷ এর পর বিডিও অফিসে গিয়ে তিনি আশ্রয় নেন বলে দাবি করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার৷  তৃণমূলের ইটের আঘাতে এক বিজেপিকর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। 

ভোট-বাংলায় প্রাণ সংশয়! ৯৩ জন BJP নেতার VIP নিরাপত্তা

গত ১১ মার্চ প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন জমা দেন দিন্দা। সোমবার তাঁর হয়ে ময়নায়  প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গোটা জেলা প্রশাসনের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। প্রচারে বেরিয়ে দিন্দা আক্রান্ত হওয়ায় তাঁদের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ফের একবার বলার সুযোগ পেয়ে গেল বিজেপি। ইতিমধ্যে রাজ্যের ৯৩ জন বিজেপি নেতাকে ভিআইপি নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। এফবি রিপোর্টে জানা গিয়েছে বিজেপি নেতাদের ওপর চলতি বিধানসভা ভোটে হামলার আশঙ্কা রয়েছে। এদিকে দিন্দা আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে তাঁকে  Y প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement