Sourav Ganguly: সৌরভ কি বিজেপি-কে NO বলে দিলেন? দিলীপ ঘোষের বয়ানে তেমনই ইঙ্গিত

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ বলেন, 'সৌরভকে নিয়ে যে খবর বানানো হচ্ছে, তাতে কোনও দম নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও পর্যন্ত কিছু বলেননি আর বিজেপিও ওঁকে কিছু বলেনি। যদি উনি আসেন তো ভাল। আমরা ওঁকে দলে স্বাগত জানাবো। কিন্তু এখনও পর্যন্ত সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি।'

Advertisement
Sourav Ganguly: সৌরভ কি বিজেপি-কে NO বলে দিলেন? দিলীপ ঘোষের বয়ানে তেমনই ইঙ্গিতসৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • মহারাজকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে বাংলায়
  • সৌরভ কি বিজেপি-তে যোগ দিচ্ছেন
  • বিজেপি রাজ্যসভাপতি কী বলছেন

বারবার উঠছে তাঁর নাম। কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি। কথা হচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মহারাজকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে বাংলায়। সৌরভ কি বিজেপি-তে যোগ দিচ্ছেন? এই লাখ টাকার প্রশ্নের উত্তর কিন্তু উড়িয়েও দিলেন না আবার জোরাল দাবিও করলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে দিলীপ বলেন, 'সৌরভকে নিয়ে যে খবর বানানো হচ্ছে, তাতে কোনও দম নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও পর্যন্ত কিছু বলেননি আর বিজেপিও ওঁকে কিছু বলেনি। যদি উনি আসেন তো ভাল। আমরা ওঁকে দলে স্বাগত জানাবো। কিন্তু এখনও পর্যন্ত সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি।'

মঙ্গববার দুপুরের দিকে হঠাত্‍ খবর ছড়ায়, রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় যাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট। সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছি বিশ্রামে। শরীর ভালো হলে এই রোদে নেট প্র্যাকটিস বা ওয়ার্ম আপে যদি আসেন। মানুষ সেটাই চাইছেন। ওঁর যদি আবহাওয়া ভালো মনে হয়, তাহলে মাঠে নামবেন।

প্রসঙ্গত, সৌরভকে ঘিরে এমনও রটে, বাংলায় বিজেপি জিতলে ওঁকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে পারে গেরুয়া শিবির। সৌরভ অসুস্থ হওয়ার পর অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী দফায় দফায় খোঁজ নেন। তাতে আরও জল্পনা তুঙ্গে ওঠে।

এমনকী মঙ্গলবার রাতে এও রটে, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি রাজভবনে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে। আপাতত পুরোটাই জল্পনার উপরেই রয়েছে।  বিজেপি বা সৌরভ কোনও পক্ষ থেকেই কোনও জল্পনার সত্যতা স্বীকার করা হয়নি।

POST A COMMENT
Advertisement