২০১১ সালে পরিবর্তনের ডাক দিয়ে ৩৪ বছরের বাম সরকারকে ধূলিস্যাৎ করে বাংলার ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে মমতা সরকারের ১০ বছর অতিক্রান্ত। ২০১১ সালের থেকেও ২০১৬ সালে বিধানসভায় আসন বেড়েছিল তৃণমূলের। কিন্তু ২০২১ সালে দিদিমনির হ্যাটট্রিক হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। উনিশের লোকসভা ভোটে বিজেপির উত্থান একুশের ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বাংলা জয় করতে সর্বশক্তি দিয়ে নেমেছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। তবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে এগিয়ে রইলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। যদিও CNX সামগ্রিক জনমত সমীক্ষার ফল কিন্তু বেশ চমকপ্রদ।
মুখ্যমন্ত্রীত্বের দৌঁড়ে এগিয়ে মমতা
সিএনএক্সের তৃতীয় দফার জনমত সমীক্ষায় বাংলার ৩৯ শতাংশ মানুষ ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইছেন। সেখানে ২২ শতাংশ চাইছেন দিলীপ ঘোষকে। ১২ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন শুভেন্দু অধিকারী। অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ৭ শতাংশ। মুকুল রায়ের পাশে রয়েছেন ৫ শতাংশ। বাম নেতা সুজন চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী চাইছেন ৪ শতাংশ। অন্যকেউ মুখ্যমন্ত্রী হোক বলছেন ১১ শতাংশ।
বিধানসভায় কোন দলের কত শতাংশ
সিএনএক্সের তৃতীয় দফার জনমত সমীক্ষায় তৃণমূল পেতে পারে ৪০ শতাংশ ভোট। ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বিজেপি। গেরুয়া শিবিরের ঝুলিতে উঠতে পারে ৩৮ শতাংশ ভোট। বাম-কংগ্রেস এবং আইএসএফ-এর জোট পেতে পারে ১৬ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি পাবে ৬ শতাংশ ভোট।
কত আসন পেতে পারে তৃণমূল?
CNX জনমত সমীক্ষা বলছে এবার অনেকটাই আসন কমবে তৃণমূলের। একুশের ভোটে ঘাসফুল শিবির পেতে পারে ১৩৬ থেকে ১৪৬টি আসন। আসন সংখ্যাতে তৃণমূলের কাছাকাছি চলে আসবে বিজেপি। গেরুয়া শিবিরের ঝুলিতে থাকবে ১৩০ থেকে ১৪০ টি আসন। জোট পাবে ১৪ থেকে ১৮টি আসন। অন্যান্যদের দখলে যেতে পারে ১ থেকে ৩টি আসন। সুতরাং CNX-এর জনমত সমীক্ষা অনুযায়ী আসন্ন বঙ্গ ভোটে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে নাও পারে বলে ইঙ্গিত মিলছে।
কোন দল সরকারে আসছে
সরকারে আসছে কোন দল? এই প্রশ্নের জবাবে CNX জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল ফিরবে বলে মনে করছে ৪২ শতাংশ। তবে বিজেপি সরকার গড়বে বলে মনে করছে ৪৪ শতাংশ। বাম-কংগ্রেস ও আইএসএফ-জোট সরকার গড়তে পাড়বে এমন মত ৭ শতাংশ মানুষের।
এর আগে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই এমন আভাস দিয়েছিল সিএনএক্স। বলা হয়েছিল বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাটট্রিক রুখতে পারবে না বিজেপি। সমীক্ষা অনুযায়ী, ২০২১-এ তৃণমূল পেতে পারে ১৪৬ থেকে ১৫৬টি আসন। সুতরাং তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এবার অনেকটাই কমবে বলে মনে করছিলে সমীক্ষকরা। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে সমীকরণ ততই জটিল হচ্ছে। সিএনএক্সের তৃতীয় দফার তথা সাম্প্রতিক জনমত সমীক্ষা কিন্তু আভাস দিচ্ছে বাংলায় এবার ছোট ফুল ও বড় ফুলের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।