আজ ঠিক সন্ধ্যা ৭টায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা প্রকাশিত করতে চলেছে ইন্ডিয়া টুডে। পাশাপাশি তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরি বিধানসভার সম্ভাব্য ফল অর্থাৎ বুথফেরত সমীক্ষা প্রকাশিত হবে। india today axis my india-র exit poll দেখা যাবে আজ তক ও ইন্ডিয়া টুডের চ্যানেলে। ২০১৬ সালে বুথফেরত সমীক্ষায় কেমন ইঙ্গিত দেওয়া হয়েছিল। দেখে নিন এক নজরে
২০১৬ বিধানসভা নির্বাচনে অসমের এক্সিট পোল
বিজেপিকে দেওয়া হয়েছিল ৭৯-৯৩টি আসন। মোট ভোট ৪৮ শতাংশ
কংগ্রেসকে দেওয়া হয়েছিল ২৬ থেকে ৩৩টি আসন। মোট ভোট ৩১ শতাংশ
ইউডিএফকে দেওয়া হয়েছিল ৬ থেকে ১০টি আসন। মোট ভোট ০৯ শতাংশ।
অন্যান্যরা ১ থেকে ৪টি আসন।
২০১৬ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের এক্সিট পোল
তৃণমূলকে দেওয়া হয়েছিল ২৩৩-২৫৩টি আসন। মোট ভোট ৫১ শতাংশ
বাম ও কংগ্রেজ জোটকে দেওয়া হয়েছিল ৩৮-৫১টি আসন। মোট ভোট ৩৩ শতাংশ।
বিজেপিকে দেওয়া হয়েছিল ১ থেকে ৫টি আসন। মোট ভোট ২ শতাংশ।
অন্যান্যকে দেওয়া হয়েছিল ২-৫টি আসন। মোট ১১ শতাংশ ভোট।
আরও পড়ুন, Exit Poll Result Today: কার দখলে বাংলা? জানুন সন্ধে ৭টায়
২০১৬ বিধানসভা নির্বাচনে কেরলের এক্সিট পোল
ইউডিএফকে দেওয়া হয়েছিল ৩৮ থেকে ৪৮টি আসন। মোট ভোট ৩৫ শতাংশ।
এলডিএফকে দেওয়া হয়েছিল ৮৮ থেকে ১০১টি আসন। মোট ভোট ৪৩ শতাংশ।
বিজেপিকে দেওয়া হয়েছিল ০ থেকে ৩টি আসন। মোট ভোট ১১ শতাংশ।
অন্যান্যদের দেওয়া হয়েছিল ১ থেকে ৪টি আসন। মোট ভোট ১১ শতাংশ।
২০১৬ বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুর এক্সিট পোল
ডিএমকে-কে দেওয়া হয়েছিল ১২৪ থেকে ১৪০টি আসন। মোট ভোট ৩৯ শতাংশ
এআইডিএমকে-কে দেওয়া হয়েছিল ৮৯ থেকে ১০১টি আসন। মোট ভোট ৩৭ শতাংশ
বিজেপিকে দেওয়া হয়েছিল ০ থেকে ৩টি আসন। মোট ভোট ৩ শতাংশ।
অন্যান্যকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৮ টি আসন। মোট ভোট ২১ শতাংশ।
২০১৬ বিধানসভা নির্বাচনে পুদুচেরির এক্সিট পোল
ডিএমকে জোটকে দেওয়া হয়েছিল ১৫ থেকে ২১টি আসন।
এআইএনআরসিকে দেওয়া হয়েছিল ৮ থেকে ১২টি আসন।
এআইডিএমকে-কে দেওয়া হয়েছিল ১ থেকে ৪টি আসন
অন্যান্যকে দেওয়া হয়েছিল ২ টি আসন।