Exit Poll Result Today: কার দখলে বাংলা? জানুন সন্ধে ৭টায়

india today axis my india exit poll result : বাংলায় আজ শেষ দফার নির্বাচন চলছে।  আট দফার নির্বাচনে ঘটেছে একাধিক ঘটনা। তৃণমূল ও বিজেপি দু পক্ষই জেতার দাবিদার। সঙ্গে লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চাও। কোন দল কত আসন পেতে পারে, তা জানা যাবে ২রা মে। কিন্তু তার আগেই নিখুঁত সমীক্ষা তুলে ধরতে চলেছে ইন্ডিয়া টুডে।

Advertisement
Exit Poll Result Today: কার দখলে বাংলা? জানুন সন্ধে ৭টায়আজ প্রকাশিত হবে বুথফেরত সমীক্ষা
হাইলাইটস
  • বাংলায় মসনদ কার দখলে?
  • আজ সন্ধ্যা ৭টায় আসছে বুথফেরত সমীক্ষা
  • নজর রাখুন আজ তকে

বাংলায় আজ শেষ দফার নির্বাচন চলছে। আট দফার নির্বাচনে ঘটেছে একাধিক ঘটনা। তৃণমূল ও বিজেপি দু পক্ষই জেতার দাবিদার। সঙ্গে লড়াইয়ে রয়েছে সংযুক্ত মোর্চাও। কোন দল কত আসন পেতে পারে, তা জানা যাবে ২রা মে। কিন্তু তার আগেই নিখুঁত সমীক্ষা তুলে ধরতে চলেছে ইন্ডিয়া টুডে। আজ ঠিক সন্ধ্যা ৭টায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা প্রকাশিত করতে চলেছে ইন্ডিয়া টুডে। পাশাপাশি তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরি বিধানসভার সম্ভাব্য ফল অর্থাৎ বুথফেরত সমীক্ষা প্রকাশিত হবে। নজর রাখুন আজ তক ও ইন্ডিয়া টুডের চ্যানেলের। সন্ধ্যা ৭টার সময়ে প্রকাশিত করা হবে india today axis my india-র exit poll। লাইভ আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার নিউজ ওয়েবসাইটে।

আজ সন্ধ্যায় বুথফেরত সমীক্ষা

বাংলায় এবার মোট ৮ দফায় নির্বাচন হয়েছে। এবারের বাংলা বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে একাধিক তৃণমূল নেতা বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। নরেন্দ্র মোদী ও অমিত শাহ রেকর্ড সংখ্যক ব়্যালি করেছেন বাংলাতে। পাশাপাশি হুইলচেয়ারে করেই প্রচার সভা চালিয়ে গিয়েছেন মমতাও। পর পর দুবারের মুখ্যমন্ত্রী এবার কি প্রবল গেরুয়া ঝড় সামলাতে পারবেন। তারই আভাস পাওয়া যাবে আজকের সমীক্ষাতে। ইন্ডিয়া টুডে দেশের সবথেকে বড় নির্বাচনগুলির সমীক্ষা করে আসছে। সেই সঙ্গে নির্ভুল ভাবে সমীক্ষা প্রকাশ করায় রয়েছে সাফল্য। তাই সব আপডেটের খবর জানতে নজর রাখতে হবে আজকের বুথফেরত সমীক্ষায়।

আরও পড়ুন, কলকাতায় মেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে!

বিশেষ নজর বাংলাতেও

বাংলায় বিধানসভা নির্বাচনে এবার ২৯২টি আসনে ফল প্রকাশ হবে ২রা মে। ২টি আসনে করোনার জেরে প্রার্থী মৃত্যুর পরে ওই আসনে পরে নির্বাচন হবে। এবারের নির্বাচনে রাজ্যে ২৯৩টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। বাগমুণ্ডি আসনটি তারা ছেড়েছে জোটসঙ্গীদের উদ্দেশ্যে। অন্যদিকে, ২৯১টি আসনের প্রার্থী দিয়েছে তৃণমূল। পাহাড়ের তিনটি আসন ছেড়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু সেখানে মোর্চা শিবির কার্যত দুই ভাগ। বিমল গুরুং ও বিনয় তামাং শিবির দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। অন্যদিকে, পাহাড়ে জিএনএলএফ সমর্থন দিয়েছে বিজেপিকে। এবারের বিধানসভা নির্বাচনের আগে তৈরি হয়েছে সংযুক্ত মোর্চা। বামদল গুলি, কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর আইএসএফ মিলে নতুন জোট তৈরি করেছে। প্রত্যেক দলই প্রার্থী দিয়েছে। কিন্তু মুর্শিদাবাদে বেশ কিছু আসনে জোট হয়নি। সেখানে শরিক দলগুলি একের অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে আব্বাস সিদ্দিকী আদৌ কেমন সাফল্য পায়, সেই দিকেও রয়েছে নজর।

Advertisement

POST A COMMENT
Advertisement