West Bengal Election 2021: সকাল-বিকেল প্রচারে জুন, নাচলেন হরিনামে

শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কামারপাড়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে দিনকয়েক ধরেই সেখানে চলছিল একটি হরিনাম সংকীর্তনের আসর। কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রচার করার সময় ওই সংকীর্তনের অনুষ্ঠানে হাজির হন জুন।

Advertisement
Bengal Election 2021: সকাল-বিকেল প্রচারে জুন, নাচলেন হরিনামেজুন মালিয়া
হাইলাইটস
  • জোরকদমে চলছে জুনের প্রচার
  • হরিনাম সংকীর্তনে নাচলেন তৃণমূল প্রার্থী
  • তারকাকে দেখতে মানুষের ভিড়

প্রচারে বেরিয়ে এবার মেদিনীপুর (Midnapore) শহরের কামারপাড়া এলাকায় হরিনাম সংকীর্তনে নাচলেন তৃণমূলের (TMC) তারকা প্রার্থী জুন মালিয়া (June Malia)। নির্বাচনে মূলত ২ ভাবে প্রচার করছেন জুন। দিনের বেলায় মেদিনীপুর সদর ব্লক সংলগ্ন এলাকার গ্রামগুলিতে বাড়িতে বাড়িতে ভোট প্রচার করছেন। আর সন্ধ্যের পর মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় বিভিন্ন ছোট ছোট পথসভায় অংশ নিচ্ছেন তিনি।

শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের কামারপাড়া এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে দিনকয়েক ধরেই সেখানে চলছিল একটি হরিনাম সংকীর্তনের আসর। কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় প্রচার করার সময় ওই সংকীর্তনের অনুষ্ঠানে হাজির হন জুন। তাঁকে দেখেই সেখানে ভিড় জমতে শুরু করে। হঠাৎই হরিনাম সংকীর্তনের সঙ্গে নাচতে শুরু করে দেনে প্রার্থী। পুরোহিত ও খোল করতালে থাকা অন্যান্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ নাচতে দেখা যায় তাঁকে। দুহাত তুলে বেশ কিছুক্ষণ নাচেন জুন মালিয়া। সেই মুহূর্তে কয়েক হাজার মানুষের জমায়েত হয়ে যায় ওই স্থানে।

ইতিপূর্বে মেদিনীপুর শহরে প্রচারে বেরিয়ে রাস্তায় চায়ের দোকানে নিজে হাতে চা করে অন্যান্য লোকজন ও কর্মীদের খাইয়েছেন জুন মালিয়া। যা প্রচারে অন্য মাত্রা এনে দিয়েছে। সদর ব্লকের জঙ্গলমহল এলাকায় বিভিন্ন বাড়িতে বসে মহিলাদের সঙ্গে রান্নাতেও অংশ নিয়েছেন তিনি। এবার হরিনাম সংকীর্তনেও নাচলেন। যদিও শেষ পর্যন্ত কতটা মানুষের মন জিততে পারলেন তা অবশ্য বোঝা যাবে ভোটের বাক্স খুললে। 

 

POST A COMMENT
Advertisement