scorecardresearch
 

বালুরঘাটে মোদীর নীচে বাংলার মণীষীদের ছবি দিয়ে পোস্টার, থানায় অভিযোগ BJP সাংসদের

বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র পোস্টার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে, ওই পোস্টারে ওপরের দিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। আর তার নিচে কয়েকজন বাঙালি মনীষীর ছবি। বালুরঘাট (Balurghat)-এর বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)-এর নামে ওই পোস্টার লাগানো হয়েছে।

Advertisement
এই পোস্টার ঘিরে বালুরঘাটে বিতর্ক শুরু হয়েছে। ছবি: রাজেন প্রধান এই পোস্টার ঘিরে বালুরঘাটে বিতর্ক শুরু হয়েছে। ছবি: রাজেন প্রধান
হাইলাইটস
  • বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে
  • বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নামে ওই পোস্টার লাগানো হয়েছে
  • তিনি বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন

বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র পোস্টার নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। জানা গিয়েছে, ওই পোস্টারে ওপরের দিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। আর তার নিচে কয়েকজন বাঙালি মনীষীর ছবি। বালুরঘাট (Balurghat)-এর বিজেপি (BJP) সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)-এর নামে ওই পোস্টার লাগানো হয়েছে।

তিনি বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder) অভিযোগ করেছেন তৃণমূল (TMC) এই কাজের জন্য দায়ী। বিজেপিকে বদনাম করতে এই কাজ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পাতিরামের বোলা বাউল এলাকার ঘটনা 

বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সতর্ক করেছিলেন সুকান্ত মজুমদারকে। বলেছিলেন খেলা হবে। আর তারপরেই দেখা গেল এই পোস্টার। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোলা বাউল এলাকায় এক পেল্লায় পোস্টার দেখা গিয়েছে। যেখানে রয়েছে প্রধানমন্ত্রী এবং তার নিচে বাংলার বিভিন্ন মনীষীর ছবি। এঁদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁদের ছবি রয়েছে প্রধানমন্ত্রীর নীচে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

এর তীব্র নিন্দা করেছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এর প্রতিবাদে তিনি পাতিরামে ঘন্টাখানেক পথ অবরোধ করেন। তাঁর দাবি তৃণমূল এই কাজ করেছে। ওরা ভয় পেয়ে গিয়েছে যে এবার এই জেলায় তাদের অবস্থা খুব খারাপ। বিজেপির অবস্থা খুব ভাল। আর তাই ভয়, আশঙ্কায় এই কাজ করেছে। বিজেপিকে আটকাতে পারবেনা তারা বুঝতে পেরে গেছে। 

তাঁর আরও দাবি, এ কারণেই তৃণমূল এই পোস্টার লাগিয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিচে বাংলার মনীষীদের ছবি। বিজেপিকে বদনাম করার জন্যই এই কাজ করেছে তারা। মানুষ যতই বিজেপিকে খারাপ ভাবে, সে কারণেই এই কাজ। আমাকে আমারও আমিও যাতে বদনাম হই সেই চেষ্টাই করা হয়েছে।

Advertisement

তিনি দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। নিজেকে তৃণমূল সমর্থক পরিচয় দিয়ে শুভঙ্কর রায় এক ব্যক্তি তাকে বলেছিলেন সুকান্ত মজুমদার খেলা হবে। আর তারপরেই এই এলাকায় ওই পোস্টার। তিনি বালুরঘাট থানায় একটা অভিযোগ দায়ের করেছেন।

 

Advertisement