scorecardresearch
 

ঘোষণার আগেই তালডাংরায় জয়ন্ত মিত্রকে BJP-র প্রার্থী চেয়ে পোস্টার, শুরু বিতর্ক

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। কোনও দলও প্রার্থী ঘোষণা করেনি। তবে বাঁকুড়া (Bankura)-র তালডাংরা (Taldangra)-য় তৃণমূল থেকে বিজেপি (BJP)-তে যোগ দেওয়া জয়ন্ত মিত্র (Jayanta Mitra)-র সমর্থনে পড়ল পোস্টার। সেখানে বলা হয়েছে, ওই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন তিনি। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল লাগিয়েছে ওই পোস্টার।

Advertisement
বাঁকুড়ার তালড্যাংরায় এই পোস্টার নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ছবি: অনিল গিরি বাঁকুড়ার তালড্যাংরায় এই পোস্টার নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ছবি: অনিল গিরি
হাইলাইটস
  • বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্রর সমর্থনে পড়ল পোস্টার
  • সেখানে বলা হয়েছে, ওই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন তিনি
  • এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। কোনও দলও প্রার্থী ঘোষণা করেনি। তবে বাঁকুড়া (Bankura)-র তালডাংরা (Taldangra)-য় তৃণমূল থেকে বিজেপি (BJP)-তে যোগ দেওয়া জয়ন্ত মিত্র (Jayanta Mitra)-র সমর্থনে পড়ল পোস্টার। সেখানে বলা হয়েছে, ওই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন তিনি। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল লাগিয়েছে ওই পোস্টার।

তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্রকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোষ্টার পড়ল বাঁকুড়ার তালডাংরা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায়। মঙ্গলবার পাঁচমুড়া, তালডাংরা, সিমলাপাল, শিবডাঙ্গা মোড়, হাড়মাসড়া, বিবড়দায় লাগানো এই পোষ্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
  
এদিন সকাল থেকে ওইসব এলাকা পদ্মফুল প্রতীক চিহ্ন সহ জয়ন্ত মিত্র, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের ছবি সম্বলিত 'দাদার অনুগামী'দের সৌজন্যে ওই পোষ্টারে তালডাংরা বিধানসভা কেন্দ্রে জননেতা ও বিজেপি প্রার্থী জয়ন্ত মিত্রকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ও খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকাকালীন জয়ন্ত মিত্র সম্প্রতি মেদিনীপুর কলেজ মাঠে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন। তারপর বিজেপির তরফে রাজ্যে প্রার্থী ঘোষণার আগেই তালডাংরা বিধানসভা কেন্দ্রে জয়ন্ত মিত্রের হয়ে পোষ্টার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন এ বিষয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি মনসারাম লায়েক বলেন, ঐ বিষয়টি বিজেপির আভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারী, জয়ন্ত মিত্রদের 'লোভী' আখ্যা দিয়ে তিনি বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। আর ঠিক ঐ জিনিসটাই ওদের ক্ষেত্রে ঘটবে বলে তিনি দাবি করেন। আর দাদার অনুগামী বিভ্রান্তিকর বিষয়।

এ বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল-১ সাধারণ সম্পাদক মধুময় প্রামাণিকের দাবি, তৃণমূলের লোকেরাই জনমানসে বিভ্রান্তি ছড়াতে এই পোষ্টার লাগিয়েছে।  বলেন, দলের তরফে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একই সঙ্গে সর্বভারতীয় তাদের এই দলে কোন দাদা বা দিদির অনুগামী নেই। তারা নরেন্দ্র মোদি ও শীর্ষ নেতৃত্বের কথা শুনেই চলেন বলে তিনি দাবি করেন। তৃণমূলের তোলা গোষ্ঠীকোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর দাবি, আমরা একসঙ্গে কাজ করি।

Advertisement

জয়ন্ত মিত্র কী বলছেন? এ ব্য়াপারে জয়ন্ত মিত্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তাই তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

 

Advertisement