scorecardresearch
 

এবার শুভেন্দুর নিশানায় অভিষেকের শ্যালিকার শ্বশুরবাড়ি, 'সবুজসাথী' নিয়ে তুললেন বিস্ফোরক অভিযোগ

সোমবারই সিবিআইকে মেইল করে অভিষেক ঘরণী রুজিরা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হতে প্রস্তুত। সেই মত মঙ্গলবার এক ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে রুজিরাকে চলে জিজ্ঞাসাবাদ। কয়লাকাণ্ডের তদন্তে যখন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প সবুজসাথী নিয়ে আবার দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সবুজসাথী-কে এবার নিশানা শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সবুজসাথী-কে এবার নিশানা শুভেন্দুর
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের সবুজসাথী-কে এবার নিশানা শুভেন্দুর
  • প্রকল্প নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুললেন বিজেপি নেতা
  • রুজিরাকে সিবিআই জেরার দিনই বোন মেনকার পিরবারের দিকে আঙ্গুল

সোমবারই সিবিআইকে মেইল করে অভিষেক ঘরণী রুজিরা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হতে প্রস্তুত। সেই মত মঙ্গলবার এক ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে রুজিরাকে চলে জিজ্ঞাসাবাদ। কয়লাকাণ্ডের তদন্তে যখন রুজিরাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প সবুজসাথী নিয়ে আবার দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 

এদিন কুলতলিতে জনসভা ছিল শুভেন্দুর। ঠিক একমাস আগে এখানেই সারদা কেলেঙ্কারিতে শুভেন্দু অধিকারী জড়িত রয়েছেন বলে বিঁধেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ঠিক কুলতলির জামতলায় জনসভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করলেন বিজেপি নেতা। অভিষেকের শ্যালিকাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সবুজসাথী প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু।  বলেন, “কেন্দ্রের টাকায় সবুজসাথীর সাইকেল দেওয়া হয়েছে আর নিজেরা নাম করছে। তপশিলি, ওবিসি সম্প্রদায়ের ছেলে মেয়েরা বঞ্চিত হয়েছে। সবুজসাথীর সাইকেল ভাইপোর শ্যালিকার স্বামী অঙ্কুশ অরোরা ও তাঁর বাবা পবন অরোরার কাছ থেকে নেওয়া হয়। এতো খারাপ কোয়ালিটির সাইকেল যে পাঁচশো টাকা দিয়ে না সারিয়ে ব্যবহার করতে পারে না বাচ্চারা। সর্বশিক্ষা মিশনে ছেলে মেয়েদের জামা কেনার জন্য কেন্দ্র থেকে চারশো টাকা দেওয়া হয়, দেড়শো টাকার জামা দিয়ে বাকি আড়াইশো টাকা ঝেড়ে দিচ্ছে।”

জন্ম ব্যাঙ্ককে, কলেজে পড়তে অভিষেকের সঙ্গে প্রেম,পিসি শাশুড়ির কাছে 'ছোট্ট বউ', কেমন মানুষ রুজিরা?

প্রসঙ্গত স্ত্রী রুজিরার পাশাপাশি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও সিবিআই নোটিস পাঠিয়েছিল। সোমবার সিবিআই আধিকারিকরা তাঁর বাড়ি গিয়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন সিবিআই কর্তারা। কয়লা পাচারের বেআইনি টাকা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হোত বলে অভিযোগ। এবার সেই মেনকার শ্বশুরবাড়িকে নিশানা করলেন শুভেন্দু। এদিকে মঙ্গলবার অভিষেকের বাড়িতে সিবিআই হানার আগে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেন, , “এদিন ভাইপোর বৌমাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করার আগে পিসি ভাইপোর বাড়িতে চলে গিয়েছে। সেখানে গিয়ে বৌমাকে বলে এসেছেন, কোনভাবেই যেন বৌমা ভাইপোর নাম না করেন।”

Advertisement

আগেও বিতর্কে জড়িয়ে ছিলেন অভিষেক ঘরণী, কয়লাকাণ্ডে CBI নোটিস উস্কে দিল রুজিরার পাসপোর্ট বিতর্ক

কয়লা কান্ডে মূল অভিযুক্ত লালার ডাইরিও তিনি প্রকাশ্যে আনবেন তা আগেই জানিয়েছেন শুভেন্দু। এদিন কুলতলি থেকেও সেই হুঙ্কার দেন শুভেন্দু। । বলেন, “ প্রধানমন্ত্রীর সভায়ও বলেছিলাম লালার ডাইরি দেখাবো। যে ডাইরিতে লেখা আছে একশোর বেশি পুলিশ অফিসার ও পঞ্চাশের বেশি তৃণমূল নেতা নিয়মিত টাকা নিত। সবথেকে বেশি ভাগটা যেতো তোলাবাজ ভাইপোর কাছে। এর আগেও আমি প্রমান দিয়ে দেখিয়েছিলাম, এটাও প্রমান দিয়ে দেখাবো, সময় হলে সব দেখাবো। এদের শেষ ঠিকানা হচ্ছে জেল। এরা চিটফান্ডের টাকা থেকে শুরু করে সব টাকা ঝেড়েছে। এখানে প্রচুর লোকের টাকা মেরেছে, ৭০ লক্ষের বেশি মানুষের টাকা মেরেছে, এদের মানুষ ক্ষমা করবে না।”     

 

Advertisement