scorecardresearch
 

নন্দীগ্রামে ১০০টা বুথে নেই TMC এজেন্ট! নিজেই জানাচ্ছেন শুভেন্দু

তিনি নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলে দাবি করে থাকেন। এমনকি একুশের এই লড়াইটা ঘরের ছেলের সঙ্গে বহিরাগত তৃণমূলনেত্রীর সেটাই প্রচারে প্রমাণ করার চেষ্টা করেছে বিজেপি। সেই কারণে এবার নন্দীগ্রামে থেকে ভোটে দাঁড়িয়ে ভোটারও হয়েছেন শুভেন্দু। এই প্রথম এখান থেকে ভোট দিলেন তিনি। সকাল সকাল নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে গিয়ে প্রয়োগ করলেন নাগরিক অধিকার। তার তার পরেই তৃণমূলকে নিয়ে কটাক্ষ ধরে পড়ল শুভেন্দুর গলায়।

Advertisement
Suvendu Adhikari Suvendu Adhikari
হাইলাইটস
  • সকাল সকাল নন্দীগ্রামের ভোটার হিসাবে ভোট দিলেন শুভেন্দু
  • এদিনও তৃণমূলনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী
  • তৃণমূলের এজেন্ট দিতে না পারা নিয়েও মন্তব্য করেছেন তিনি

তিনি নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলে দাবি করে থাকেন। এমনকি একুশের এই লড়াইটা ঘরের ছেলের সঙ্গে বহিরাগত তৃণমূলনেত্রীর সেটাই প্রচারে প্রমাণ করার চেষ্টা করেছে বিজেপি।  সেই কারণে এবার নন্দীগ্রামে থেকে ভোটে দাঁড়িয়ে ভোটারও হয়েছেন শুভেন্দু। এই প্রথম এখান থেকে ভোট দিলেন তিনি। সকাল সকাল নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে গিয়ে প্রয়োগ করলেন নাগরিক অধিকার। তার তার পরেই তৃণমূলকে নিয়ে শুভেন্দুর মন্তব্য, ‘১০০টা মতো বুথে ওরা এজেন্ট দিতে পারেনি।’ 

HOTOS:'বেগম হারছেন, বিকাশ জিতছে', ভোট দিয়েই কটাক্ষ শুভেন্দুর

নন্দীগ্রামে স্বয়ং প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নাকি ভোট গ্রহণের শুরুতে একাধিক বুথে এজেন্টই দিতে পারেনি  তৃণমূল কংগ্রেস। এই নিয়ে শুভেন্দুক প্রশ্ন করা হলে তাঁর জবাব ছিল, ‘১০০টা মতো বুথে ওরা এজেন্ট দিতে পারেনি।’ কেন তৃণমূল এজেন্ট দিতে পারল না? জবাবে শুভেন্দু বলেন, ‘আমি তৃণমূলের ঠেকা নিয়ে বসে আছি না কি?’

PHOTOS: গণতন্ত্রের উৎসব, চাঁদিফাটা গরম উপেক্ষা করেই ভোটের লাইনে বাংলা

তৃণমূলনেত্রী যেখানে স্বয়ং ভোটে লড়ছেন নন্দীগ্রাম থেকে সেখানেই দলের এজেন্ট না থাকার খবরে চাঞ্চল্য ছড়ায়। নন্দীগ্রামের বয়াল ও গোকুলনগরের বিস্তীর্ণ এলাকায় অন্তত ৮০টি বুথে ভোট শুরুর সময় এজেন্ট দিতে পারেনি তৃণমূল। এই নিয়ে স্বাভাবিক ভাবেই বিজেপির দিকেই ছিল  অভিযোগের আঙ্গুল। যদিও পরে  দলীয় নেতৃত্ব তৎপর হয়ে বেশ কিছু বুথে এজেন্টের ব্যবস্থা করে। 

সকাল সকাল শুভেন্দুর ভোট
এই প্রথম নন্দীগ্রাম থেকে ভোট দিলেন শুভেন্দু অধিকারী। সকাল সকাল বাইকে করে হাজির হন নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে। ভোটার তালিকায় ক্রমিক নং ৬৬৯-এ নাম ছিল শুভেন্দুর। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী ভোটকেন্দ্রে যেতেই লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে উৎসাহ ছড়ায়। তবে সকলের মতো হাতে ভোটার কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি। বলেন, ‘‘ভোটারদের কোনও অসুবিধায় ফেলতে চাই না।’’ ভোট দিয়ে বেরিয়ে এসে দুই আঙুল তুলে ভিকট্রি চিহ্ন দেখিয়ে দাবি করেন, তিনিই জিতবেন। এদিনও তৃণমূলনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। বলেন, 'বেগম হারছেন, বিকাশ জিতছে'। সেই সঙ্গে শুভেন্দুর আরও মন্তব্য 'উন্নয়ন জিতবে, তোষণ পরাজিত হবে। দুর্নীতি মুক্ত বাংলা তৈরি হবে।'

Advertisement

 

Advertisement