scorecardresearch
 

মিশন নির্মল বাংলায় অংশ নিলেন বিধায়ক, কিন্তু রাস্তায় আবর্জনা কোথায়?

ক্ষমতায় এসে 'স্বচ্ছ ভারত' (Swachh Bharat Mission) অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছিলেন 'মিশন নির্মল বাংলা' (Mission Nirmal Bangla)। নামে পার্থক্য থাকলেও উভয় কর্মসূচির উদ্দেশ্যে ছিল একটাই, সমাজের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা। বিভিন্ন সময় বিজেপি ও তৃণমূলের নেতা নেত্রীদের এই কর্মসূচিতে অংশ নিতেও দেখা গিয়েছে, এমনকি এখনও মাঝেমধ্যে দেখা যায়। যদিও নিন্দুকেরা বলেন, আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়ে স্বচ্ছ ভারত বা মিশন নির্মল বাংলা এখন খানিকটা ফটোশেসন কমসূচিতে পরিণত হয়েছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • 'পরিস্কার রাস্তায়' সাফাই অভিযান বিধায়কের
  • সাফাই অভিযান কি শুধুই ফটোশেসন কর্মসূচি?
  • প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে

ক্ষমতায় এসে 'স্বচ্ছ ভারত' (Swachh Bharat Mission) অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুরু করেছিলেন 'মিশন নির্মল বাংলা' (Mission Nirmal Bangla)। নামে পার্থক্য থাকলেও উভয় কর্মসূচির উদ্দেশ্যে ছিল একটাই, সমাজের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা। বিভিন্ন সময় বিজেপি ও তৃণমূলের নেতা নেত্রীদের এই কর্মসূচিতে অংশ নিতেও দেখা গিয়েছে, এমনকি এখনও মাঝেমধ্যে দেখা যায়। যদিও নিন্দুকেরা বলেন, আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়ে স্বচ্ছ ভারত বা মিশন নির্মল বাংলা এখন খানিকটা ফটোশেসন কমসূচিতে পরিণত হয়েছে। বেশিরভাগ সময়ই পরিস্কার রাস্তায় নেতানেত্রীদের সাফাই অভিযান চালাতে দেখা যায় বলেই দাবি তাঁদের। 

নিন্দুকদের সেই দাবিই যেন সত্যি প্রমাণিত চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। রবিবার মিশন নির্মল বাংলা অভিযানে নেমে রাস্তায় সাফাই কর্মসূচি চালালেন তিনি। কিন্তু যে রাস্তায় তিনি সাফাই অভিযান চালালেন সেখানে ময়লা বা আবর্জনা কতটা ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। কার্যত পরিস্কার রাস্তাতেই সাফাই অভিযান চালানেন বিধায়ক। যেহেতু শিয়রে নির্বাচন, তাই এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে রাজনৈতিক নেতানেত্রীরা মানুষের মন জয়ের চেষ্টা করছেন বলে মত ওয়াকিবহাল মহলের। 

প্রসঙ্গত পরিস্কার পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন দেখতেন গান্ধীজি। জাতির জনকের সেই স্বপ্নকে পূরণ করতেই ২০১৪ সালে তাঁর জন্মদিনেই শুরু হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান। একইসময় মিশন নির্মল বাংলার সূচনা হয় এই রাজ্যে। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কর্মসূচির কথা শোন গিয়েছে। রাজ্য তথা দেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের দলের নেতা নেত্রীরা আদতে সেই বার্তা কতটা বাস্তবায়িত করছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

 

Advertisement

Advertisement