scorecardresearch
 

'এই ভূমিতে সবাই ভারতবাসী,' 'বহিরাগত' ইস্যুতে মুখ খুললেন মোদী

বহিরাগত ইস্যুতে এবার তৃণমূলকে পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কাঁথিতে সভা করলেন তিনি। সেখানে তিনি বলেন, এই বাংলা গোটা দেশকে বন্দেমাতরম ভাবনায় বেঁধেছে। এই ভূমিতে কোনও ভারতবাসী বহিরাগত নয়। দিদি এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়। সব ভারতমাতার সন্তান।

Advertisement
প্রধানমন্ত্রী মোদী। ফাইল ছবি প্রধানমন্ত্রী মোদী। ফাইল ছবি
হাইলাইটস
  • বহিরাগত' ইস্যুতে মুখ খুললেন মোদী
  • একাধিক ইস্যুতে খোঁচা
  • নিশানা করলেন তৃণমূলকে

বহিরাগত ইস্যুতে এবার তৃণমূলকে পাল্টা নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কাঁথিতে সভা করলেন তিনি। সেখানে তিনি বলেন, এই বাংলা গোটা দেশকে বন্দেমাতরম ভাবনায় বেঁধেছে। এই ভূমিতে কোনও ভারতবাসী বহিরাগত নয়। দিদি এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়। সব ভারতমাতার সন্তান। যেই বাংলায় কবিগুরু একমালায় পরিয়েছে। দিদি, এই বাংলায় বহিরাগতর কথা বলছে। ট্যুরিস্ট বলছে, অপমান করছে। কবিগুরুর এই মাটি বলছে কেউ বহিরাগত নয়। বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী এখানকার ভূমিপুত্র হবে।

তৃণমূলকে আক্রমণ মোদীর

সেই সঙ্গে মোদী বলেন, বাংলার প্রতিটি কোণ-ঘর-মুখ থেকে একটাই আওয়াজ আসছে, ২রা মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে। দিদি ওদের জবাব দিতে পারছে না যারা আমফানে ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের বাকিটা তৃণমূলের গুণ্ডারা লুটে নিয়েছে। বাংলা জানতে চাইছে, আম্ফানের টাকা কে নিয়েছে। দিদি ভোট আসলেই বলে সরকার এখন দুয়ারে দুয়ারে ঘুরছে। বাংলার বাচ্চারাও এই খেলা বুঝে গিয়েছে। লোকেরা আপনাকে দরজা দেখাবে। মেদিনীপুরে অনেক সন্তানকে তৃণমূল শহিদ করেছে। এর জবাব বিজেপি সরকার দেবে। তৃণমূলকে এই ভোটে সাজা দেবে। আমি যেখানে দেখছি শুধু লোক আর লোক। 

আরও পড়ুন, দিদি এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়,' কাঁথিতে তোপ মোদীর

একাধিক ইস্যুতে নিশানা

মোদী বলেন, দিদি আজকের এই ভিড়ের ছবি দেখে নিন। বাংলার স্বভিমান মহিলারা ঠিক করে নিয়েছে। তৃণমূলের খেলা শেষ হবে। উন্নয়ন শেষ হবে। এখানকার লোকের উন্নয়ন বিজেপির সংকল্প। আমরা এর জন্য সব কিছু করব। বাংলা চায় শিক্ষা, শিল্প, কর্মসংস্থান। বাংলা চায় নারী সুরক্ষা। বাংলা চায় কৃষক সম্মান। প্রতিটা প্রকল্পকে দুর্নীতি মুক্ত করবে বিজেপি। কোনও তোলাবাজ থাকবে না। এটা বিজেপির সরকার ট্র্যাক রেকর্ড আছে।

Advertisement

রাজ্যের শাসকদলকে নিশানা মোদীর

মোদী বলেন, বিজেপির কেন্দ্রীয় সরকার গোটা দেশে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে। কিন্তু তৃণমূল সরকার এটা এখানে করতে দিচ্ছে না। বাংলাতে বিজেপি সংকল্প পত্র সামনে চলে এসেছে। বাংলাকে লোকের প্রয়োজনীয়তা দেখে এই সংকল্প পত্র বাংলা বিজেপি তৈরি করেছে। মেদিনীপুর ভারতের আত্মনির্ভরতা অন্যতম ক্ষেত্র। দিদির সরকার এখানকার কৃষকদের আধুনিক মাণ্ডি, কোল্ড স্টোরেজের সুবিধা থেকে দূরে রেখেছে।    

Advertisement