চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। এদিন তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁকে ফোন করেছেন। তৃণমূলের হয়ে কাজ করার কথা বলেছেন। সেই সঙ্গে একটি অডিও ক্লিপও সামনে আসে। সেখানে অপর প্রান্তে মহিলা কন্ঠে এক জন প্রলয় পালকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন প্রলয় পাল। এই অডিও ক্লিপের সত্যতা আজ তক বাংলা যাচাই করেনি। বিজেপি নেতার দাবি ওই মহিলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলছেন প্রলয় পাল
পরে প্রলয় পাল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। আজকে ওনার আমার কথা মনে পড়েছে। তাই ফোন করে সমর্থন চাইছেন। আমি যাতে ওনার দলের হয়ে কাজ করি ও ফিরে যাই। আমরা বিজেপি করি। দেশের জন্য প্রাণ দিতে প্রস্তূত। অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। যখন সিপিএমের চরম অত্যাচার চলত,তাদের পাশে দাঁড়িয়েছিল অধিকারী পরিবার। কেউ আসেনি সেই সময়। যখন আমি বিজেপি করি একদিনও অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তুলিনি। কোনওদিন কিছু আমি পাইনি। কিন্তু অধিকারী পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতো স্পর্ধা আমি দেখায়নি। কারণ, ওই পরিবার অসহায় মানুষের পাশে ছিল। তাই ওনাদের জন্য জীবনপাত করতেই হবে। তাই দিদিকে বলেছি আপনার দল আমাকে রেসিডেন্ট দেননি। যেটা আমার পাওয়া অধিকার ছিল। আমি লড়াই করছেন করুন। আমি কোনও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি না। আগামী দিনেও করব না। অতএব দিদি যাই করুক না কেন, আমরা শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছি, আর লড়াই করব। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের বিধায়ক হিসাবে নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি। সেটা করে দেখাব।
আরও পড়ুন, কেমন চলছে ভোট! সকাল থেকে বুথে বুথে ঘুরছেন জুন মালিয়া
তোলপাড় রাজ্য রাজনীতি
এই অডিও ক্লিপ সামনে আসার পরেই তোলপাড় রাজ্য রাজনীতিতে। বিজেপির অভিযোগ তৃণমূল নেত্রী স্বয়ং ফোন করেছেন। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এই দাবির সত্যতা যাচাই করেনি Aajtak বাংলা