Advertisement

Exclusive Video: 'খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম' অমিত শাহের সঙ্গে মিটিং করে এসে কী বললেন যশ?

যশ বললেন, আজ সকালে মিটিংয়ের বিষয়ে আমি জানতাম না। আজ সকালে হঠাৎ ফোন আসে। বলা হয় অমিত শাহ দেখা করতে চাইছেন। খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। মাত্র দু দিন হয়েছে বিজেপিতে যোগ দিয়েছি। কিন্তু দেখা করার সময়ে বুঝলাম উনি খুব উৎসাহে রয়েছেন। উনি আমার আত্মবিশ্বাস বাড়ালেন। আর বললেন ভালোভাবে কাজ কর।

Advertisement