এটা চক্রান্ত করে করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে মুখটা খুলতে দিন আমরা ভয়ঙ্কর আন্দোলনে নামবো ওরা তখন বুঝতে পারবে। ইলেকশন কমিশ এর জন্য দ্বায়ী। এটা বিজেপির চক্রান্ত। বাংলার মেয়েকে মারবে বাংলার মানুষ তা মেন্র নেবে না। ভয়ঙ্কর আন্দোলন হবে।