Advertisement

TMC-র রিপোর্ট কার্ড থেকে নজর ঘোরাতেই 'কনভয়ে হামলা', কী বলছেন সৌগত ?- VIDEO

'কালকে যে রিপোর্ট কার্ড বেরিয়েছে। সেখান থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই ঘটনা বিজেপি পরিকল্পনামাফিক ঘটিয়েছে।' বৃহস্পতিবার জে পি নাড্ডার গাড়িতে আক্রমণ প্রসঙ্গে বললেন তৃণমূল নেতা সৌগত রায়। তিনি আরও বলেন,'কেউ কেউ আত্যহত্যা করলে সেটা খুন বলে বিজেপি মিথ্যা অভিযোগ করছে।' এছাড়া দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আক্রমণ করার ঘটনাকেও ধিক্কার জানান সৌগত রায়।

Advertisement