২১শের বিধানসভা নির্বাচনে হাওড়া ১৬ টি আসনের মধ্যে ১৬ টি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। একেবারে বিরোধী-শূন্য হাওড়া জেলা। ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের অন্যান্য জেলার মতই হিংসা দেখা দিয়েছে গোটা হাওড়া জুড়ে। দলীয় কর্মীদের মারধর, তাদের বাড়ি ভাঙচুর ও লুঠ । আতঙ্কে এলাকাছাড়া অধিকাংশ কার্যকর্তা। এবার হামলা চালানো হলো হাওড়া সদর বিজেপির প্রধান কার্যালয়ে। দরজা-জানলা ভাঙচুর, কার্যালয়ের বাইরে লাগানো পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা, এমনকি কার্যালয়ের সামনে থাকা ডঃ শ্যামাপ্রসাদ এর মূর্তি ভেঙে নিয়ে চলে গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করা হচ্ছে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে। তবে গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।