গতকালই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। আর আজই একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো রাজ্য বিজেপি। তাদের অভিযোগ আদর্শ আচরণ বিধি লাগু হবার পরও চারজন আইপিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বহাল করা হয়েছে রাজ্যের তরফে। তাঁরা অভিযোগ জানিয়ে বলেছেন মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা দেয়া হোক কারণ ভোটের সময় চারজন আইপিএসকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ব্যস্ত রাখলে আখেরে ভোট প্রকৃয়ার ক্ষতিই হবে। এছাড়াও বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ব্র্যাক গেট দিয়ে ওয়ার্ক অর্ডার ইস্যু করা নিয়েও অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির আরো অভিযোগ একজন পুলিশ অফিসার অন্যান্য পুলিশকর্মীদের থেকে ভোটার এবং আধার কার্ডের নথি চাইছেন পোস্টাল ব্যালট একসঙ্গে তুলবেন বলে। এতেও চক্রান্তের গন্ধ পাচ্ছে বিজেপি।