দক্ষিণ হাওড়ার (Howrah) দানেশ শেখ লেন থেকে ফের শুরু বিজেপির (BJP) 'পরিবর্তন যাত্রা' (Parivartan Yatra)। দলের এই পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃত্ব।