Advertisement

VIDEO : কান্দিতে ধুন্ধুমার, বরিষ্ঠ নাগরিকদের ভোট নিয়ে BJP-TMC ব্যাপক বচসা

মুর্শিদাবাদ জেলার ৬৮ নম্বর কান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জেমো রথতলা এলাকায় বরিষ্ঠ নাগরিকদের ভোট গ্রহণ করার সময় কান্দিতে এজেন্ট বসা নিয়ে একটি বচসার সৃষ্টি হয়। বিজেপি অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের এক কর্মী বিজেপি কর্মীদের অকথ্য ভাষায় গলি গালাজ করে ও ধাক্কা মারার চেষ্টা করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে তাদের এজেন্ট বসতে দেয়া হয়নি যার জেরে এই বচসা। তবে উভয় পক্ষে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ ভিত্তিহীন বলে জানান।

Advertisement