কেন্দ্রের নতুন কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে ও আন্দোলনরত কৃষকদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোবের সামিল হল সারা ভারত কৃষক সভা, সারা ভারত মজদুর ইউনিয়ন ও শ্রমিক সংগঠন সিটু কর্মী-সমর্থক। এই বিক্ষোভের সময় পুলিশ কমিশনার ও জেলাশাসকের গাড়ি সেই পথে এসে পড়ায় অবরোধ সেই গাড়ি ঘিরেও চলে অবরোধ। রানীগঞ্জের পাঞ্জাবীমোড় এলাকায় পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। এদিন প্রথমে বাম কর্মী-সমর্থকরা বিশাল সংখ্যায় জমায়েত হয়ে রাস্তার ধারে পথসভা করে। কেন এই কৃষি বিলের বিরোধ, সে বিষয়ে সবিস্তারে বক্তব্য রাখেন। বিক্ষোভ কর্মসূচির মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা নতুন আইন প্রত্যাহারের দাবি জানান।